Bharat Kalyan ( Part- 5A) ##Our MotherLand #Public Development



পর্ব - ৫ ক 
জনগণের মহিমা

আমাদের জনসাধারণ পার্থিব ব্যাপার সম্বন্ধে বড়ই অজ্ঞ। তবে তাহারা সজ্জন; কারণ এদেশে দারিদ্রের সঙ্গে দৌজন্যের কোন সম্পর্ক নাই। তাহাদের ধাত মোটেই হিংসাপ্রবণ নয়। আমার বিজাতীয় পরিচ্ছদের জন্য আমেরিকা এবং ইংলণ্ডে জনতা বহুবার আমাকে তাড়া করিয়াছিল। কিন্তু ভারতে শুধু পোশাকের জন্য এইরূপ আক্রমণ কখনও ঘটিয়াছে বলিয়া জানি না। লৌকিক বিদ্যার অভাব বাদ দিলে, অপর সব বিষয়ে ইওরোপের তুলনায় ভারতের জনসাধারণ অনেক বেশী সভ্য। ভূয়োদর্শনের ফলে আমার এই ধারণা জন্মিয়াছে যে, ইহারা মোটেই নির্বোধ নয়, এবং দুনিয়ার তথ্য জানিবার জন্য ইহাদের আকাঙ্ক্ষা ও ঔৎসুক্য অপর কোন দেশবাসী অপেক্ষা কম নয়।

ভারতের উপেক্ষিত কৃষক, তাঁতি প্রভৃতি নিম্নশ্রেণীর লোকেরা বিজেতার নিপীড়ন এবং দেশবাসীর অবজ্ঞা সত্ত্বেও স্মরণাতীত কাল হইতে নীরবে কাজ করিয়া আসিতেছে, এবং ইহার জন্য কোনদিনই তাহারা উপযুক্ত পারিশ্রমিক পায় নাই। তথাকথিত উচ্চশ্রেণীর লোক অপেক্ষা চাষী, মুচি, ঝাড়ুদার প্রভৃতির কর্মশক্তি ও আত্মনির্ভরতা অনেক বেশী। তাহাদেরই নীরব, অকুণ্ঠ পরিশ্রম যুগ যুগ ধরিয়া দেশের যাবতীয় ধনসম্পদ উৎপাদন করিয়া আসিতেছে।

ভারতের এইসব কৃষক ও শ্রমিক যদি তথাকথিত উচ্চশ্রেণীর লোকদের মত দু-চারখানা কেতাব না পড়িয়া থাকে, অথবা তাহাদের মত পোশাকী সভ্যতা বরণ না করিয়া থাকে, তাহাতে কী যায় আসে? এইগুলির মূল্য কতটুকু? মনে রাখিও যে, সব দেশে ইহারাই জাতির মেরুদণ্ড। ইহারা যদি কাজ বন্ধ করে, তোমাদের অন্নবস্ত্র আসিবে কোথা হইতে? কলিকাতার মেঘররা একদিন কাজ বন্ধ করিলে ত্রাহি ত্রাহি রব পড়িয়া যাইবে। তাহাদের ধর্মঘট তিনদিন স্থায়ী হইলে মহামারীর সংক্রমণে সমস্ত শহর উজাড় হইয়া যাইবে। যাহাদের কাজ বন্ধ হইলে তোমাদের অাবদ্ধ জুটিবে না, তাহাদিগকেই তোমরা নীচ জাতি বলিয়া অবজ্ঞা কর। আশ্চর্য তোমাদের ব্যবহার! তোমরাই আবার নিজেদের সংস্কৃতির বড়াই কর।

হে ভারতের শ্রমজীবি। তোমাদের নীরব, অনবরত-নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রীস, রোম, ভিনিস, জেনোয়া, বোগদাদ, সমরকন্দ, স্পেন, পোর্তুগাল, ফরাসী, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি? –কে ভাবে সে কথা। যাহাদের রুধিরস্রাবে মনুষ্যজাতির যা কিছু উন্নতি—তাহাদের গুণগান কে করে? লোকজয়ী ধর্মবীর রণবীর কাব্যবীর সকলের চোখের উপরে, সকলের পূজ্য; কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘর-দুয়ারে দিনরাত মুখ বুজিয়া কর্তব্য করিয়া যাইতেছে, তাহাতে কী বীরত্ব নাই? বড় কাজ হাতে আসিলে অনেকেই বীর হয়, দশ হাজার লোকের বাহবার সামনে কাপুরুষেও অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়; কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য সে তোমরা, ভারতের চির পদদলিত শ্রমজীবী—তোমাদের প্রধান করি। 

-------------------------------------------------------------------

Part- 5 A
The glory of the people

Our masses are very ignorant of worldly affairs. But they are noble; Because in this country poverty has nothing to do with poverty. Their behavior is not violent at all. I was chased many times by mobs in America and England for my exotic costumes. But I don't know if such an attack has ever happened in India just for clothes. Except for the lack of secular knowledge, the people of India are in all other respects more civilized than those of Europe. As a result of geography, I have the impression that they are not at all stupid, and their desire and curiosity to know the information of the world is no less than that of other countrymen.

India's neglected peasants, weavers, etc., have been working in silence since time immemorial despite the oppression of the conquerors and the contempt of the countrymen, and have never received adequate remuneration for it. Farmers, cobblers, sweepers etc. have more work power and self-reliance than the so-called upper class people. Their silent, tireless work has been producing all the wealth of the country for ages.

What does it matter if these peasants and laborers of India have not read a book or two like the so-called upper class people, or have not adopted the dress code of civilization like them? How much do these cost? Remember that in all countries they are the backbone of the nation. If they stop working, where will your food come from? If the Meghars of Calcutta stop working for one day, Trahi Trahi Rab will fall. If their strike lasts for three days, the entire city will be devastated by the epidemic. Those whose work is stopped will not bind you, you despise them as low castes. Amazing use of you! You brag about your culture again.

O workers of India. As a result of your silent, unceasing toil, Babylon, Iran, Alexandria, Greece, Rome, Venice, Genoa, Bogdad, Samarkand, Spain, Portugal, the French, Denmark, the Dutch, and the English have successively dominated and prospered. And you? - Who thinks that. In whose blood all the progress of mankind - who sings their praises? People's hero Ranveer Kavyaveer is above everyone's eyes, worshiped by everyone; But where no one sees, where no one praises, where all hate, there dwells infinite forbearance, eternal love and fearless efficiency. Our poor people are doing their duty day and night from door to door, is there no heroism in that? When a great work comes to hand, many become heroes, in front of the support of ten thousand people, even cowards give their lives without suffering, even the most selfish become useless; But the one who shows that selflessness, dutifulness even in the smallest work, without everyone's knowledge, is blessed, you, the ever downtrodden laborers of India - I bow to all of you.


RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post