Bharat Kalyan ( Part- 5B) ##Our MotherLand #Public Development


পর্ব - ৫ খ 
তাহাদের বর্তমান অবস্থার কারণ

লৌকিক শিক্ষার উপর যে-শ্রেণীর একচেটিয়া অধিকার উহাদের হাতেই সমাজের নেতৃত্ব থাকুক, অথবা অর্থের বা অস্ত্রশস্ত্রের বল যে-শ্রেণীর একায়ত্ত, উহাদেরই হাতে থাকুক, সমাজের প্রকৃত শক্তির উৎস কিন্তু নিয়ন্ত্রণাধীন জনসাধারণ। এই উৎস হইতে যে শাসক-শ্রেণী যতটা বিচ্ছিন্ন হইয়া যাইবে, ততই উহা দুর্বল হইয়া পড়িতে বাধ্য। কিন্তু অদৃষ্টের এমনই নির্মম পরিহাস, এমনই বিচিত্র মায়ার প্রভাব যে, ছলে, বলে, কৌশলে অথবা স্বেচ্ছাকৃত দানের ফলে যাহাদের নিকট হইতে সমাজ-পরিচালকশ্রেণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা লাভ করিল, তাহাদের কথাই অবিলম্বে ভুলিয়া বসিল।

বেদান্তের জন্মভূমি ভারতবর্ষে জনসাধারণকে যেন যুগ যুগ ধরিয়া সম্মোহিত করিয়া রাখা হইয়াছে। অশুচি তাহাদের স্পর্শ, অপবিত্র তাহাদের সঙ্গ! নিরাশার অন্ধকারে তাহাদের জন্ম; আর উহার মধ্যেই তাহাদের নিরবচ্ছিন্ন স্থিতি! ফলে তাহারা ক্রমাগত নামিতে নামিতে মানুষের অধোগতির শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছে। পৃথিবীর অপর কোন্ দেশে গরু-মহিষের সহিত মানুষকে বাস করিতে হয়? আর ইহার জন্য অপরকে দোষ দিলে অজ্ঞতারই পরিচয় দেওয়া হইবে। ইহা আমাদেরই কৃতকর্মের ফল। দোয় আমাদেরই; তাই অপরের ঘাড়ে না চাপাইয়া সাহসভরে দাঁড়াইয়া নিজেদের ত্রুটি স্বীকার কর। যে সকল ত্রুটির জন্য আমাদের বর্তমান দুর্ভোগ, সে-সকলের মূলে রহিয়াছে একমাত্র আমাদের কর্ম।

আমাদের অভিজাত পূর্বপুরুষগণ বংশপরম্পরায় দেশের জনসাধারণকে পদদলিত করিয়া আসিয়াছেন, যাহাতে হতভাগ্য সর্বহারার দল অত্যাচারের চাপে নিঃসহায় হইয়া একদিন ভুলিয়া গেল যে তাহারাও মানুষ। সমাজের নিম্নতম মজুরের কাজ করিতে তাহাদের বাধ্য করা হইল। ভারতে পাপী, দরিদ্র বা অনুন্নত ব্যক্তির কোন দরদী বন্ধু নাই, কোন সহায়সম্বল নাই। হাজার চেষ্টা সত্ত্বেও তাহাদের ঊর্ধ্বায়ন অসম্ভব। দিন দিন তাহারা অবনতির কোন্ অতল গহ্বরে তলাইয়া যাইতেছে। নির্মম সমাজের কশাঘাতে তাহারা জর্জরিত; অথচ তাহারা জানে না কে তাহাদের আততায়ী। তাহারাও যে মানুষ সেই হুঁশটুকুও লোপ পাইয়াছে। ফলে তাহারা আত্মসম্ভ্রমহীন ক্রীতদাসের শ্রেণীতে পরিণত হইয়াছে।

ইদানীং কয়েক বৎসর যাবৎ ভারতীয় কৃষক শ্রমিকদের এরূপ দুর্গতির কথা চিন্তাশীল ব্যক্তিদের প্রাণে সাড়া জাগাইয়াছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই পরিস্থিতির জন্য তাঁহারা হিন্দুধর্মকে দায়ী করিয়াছেন। তাঁহারা মনে করেন, এই অপূর্ব ধর্মের বিলোপসাধনই ভারতীয় জনসাধারণের উন্নতির একমাত্র উপায়। আমি কিন্তু ভগবানের কৃপায় এই নিগূঢ় তত্ত্বটি উপলব্ধি করিয়াছি যে, ধর্মের কোন দোষ নাই; বরং ইহা হিন্দুধর্মেরই শিক্ষা যে, প্রত্যেকটি জীব তোমারই আত্মার এক একটি ব্যঞ্জনা। কিন্তু এই শিক্ষার ব্যাপক অপপ্রয়োগেই হিন্দুসমাজে সহানুভূতির, হৃদয়বত্তার এত অভাব; ইহাই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। ভগবান আর একবার বুদ্ধরূপে আসিয়া শিখাইয়া গেলেন, দরিদ্র, আতুর, পাপীর জন্য কিভাবে ব্যথিত হইয়া সমবেদনা প্রকাশ করিতে হয়। কিন্তু আমরা তাঁহার কথা শুনিলাম না। ইহুদীরা যেমন ভগবান যীশু খ্রীষ্টকে অস্বীকার করিয়া তদবধি সর্বত্র নির্যাতিত হইয়া গৃহহীন ভিখারীর মত পৃথিবীময় ঘুরিয়া বেড়াইতেছে, সেইরূপ আমরাও আমাদের জনসাধারণের মনুষ্যত্ব অস্বীকার করিয়া প্রভুত্ব-লোলুপ যে-কোন জাতির ক্রীতদাস হইয়া পড়িতেছি। অত্যাচারীর দল! জান না যে, নিপীড়নেরই উল্টা পিঠ দাসত্ব। গোলাম এবং উৎপীড়ক সমার্থক দুইটি শব্দ।

পৃথিবীর অপর কোন ধর্ম হিন্দুধর্মের মত এত উদাত্তকণ্ঠে মানবতার মহিমা ঘোষণা করে না; আবার অপর কোন ধর্ম হিন্দুধর্মের মত দরিদ্র এবং নিম্নশ্রেণীর টুটি এইভাবে চাপিয়া ধরিতেও পারে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন যে, হিন্দুধর্মের আসলে কোন দোষ নাই; শুধু ধর্মধ্বজী ভণ্ডের দলই গণ-নির্যাতনের যাবতীয় যন্ত্র সৃষ্টি করিয়াছে। ভাবিয়া দেখ, ভাঙ্গী [ এবং 'পারীয়া'দের বর্তমান দুর্গতির জন্য কাহারা দায়ী? আচরণে আমরা হৃদয়হীন, অথচ উদার অদ্বৈততত্ত্বের প্রচারে আমরা মুখর। ইহা কি তীব্র কশাঘাতের উপর নির্মম পরিহাস নয়? জগতের সেরা ধর্ম আমাদের, অথচ আমাদের জনসাধারণের জন্য বরাদ্দ একেবারেই বাজে খোরাক! চিরপ্রবহমান। নির্ঝরিণী আমাদেরই সম্পত্তি, অথচ জনসাধারণকে পরিবেশন করিতেছি নর্দমার জল। দেখ না, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী স্নাতক নীচ জাতীয় কোন ব্যক্তিকে স্পর্শ করিতেও নারাজ, কিন্তু তাহাকেই শোষণ করিয়া সে নিজের শিক্ষার জন্য অর্থ সংগ্রহ করিতে কোন কুণ্ঠাবোধ করে না।

-------------------------------------------------------------------

Part - 5 B
The reason for their present condition

The real power of society is the people under control, whether the class holds the leadership of society in the monopoly of secular education, or the class that holds the monopoly of money or arms. The more the ruling class is separated from this source, the weaker it is bound to become. But such is the cruel irony of the blind, such is the effect of such a strange illusion that the words of those from whom the social-managerial class directly or indirectly gained power, either by deception, talk, trickery or voluntary donation, are immediately forgotten.

In India, the birthplace of Vedanta, the public has been mesmerized for ages. Impure their touch, impure their company! They were born in the darkness of despair; And in it their uninterrupted status! As a result, they have gradually reached the end of human degradation. In what other countries of the world do people have to live with cows and buffaloes? And if you blame others for this, it will show ignorance. This is the result of our actions. Prayer is ours; So stand up bravely and admit your own mistakes without putting others on their shoulders. All the errors that lead to our present suffering are rooted in our actions alone.

Our noble forefathers have trampled down the masses of the country for generations, so that the wretched proletariat, helpless under the pressure of oppression, one day forget that they too are human beings. They were forced to work at the lowest wages of the society. In India the sinner, the poor or the underdeveloped person has no compassionate friend, no helper. Despite a thousand attempts, their promotion is impossible. Day by day they are sinking into an abyss of degradation. They are burdened by the brutal society; But they do not know who is their assailant. They have also lost the sense that they are human. As a result, they have become a class of slaves without self-respect.

In recent years, the plight of Indian farm laborers has awakened thoughtful minds. But unfortunately they have blamed Hinduism for this situation. They think that the abolition of this wonderful religion is the only way to improve the Indian people. But by God's grace I have realized this subtle theory that there is no fault in religion; Rather, it is the teaching of Hinduism that every living being is an echo of your soul. But due to the widespread misuse of this education, there is so much lack of compassion and heart in the Hindu society; This is responsible for the current situation. Lord came once again as Buddha and taught how to grieve and express compassion for the poor, the needy, the sinner. But we did not listen to him. Just as the Jews have denied the Lord Jesus Christ and have been persecuted everywhere and wandered around the world like homeless beggars, we too have denied the humanity of our people and become the slaves of any power-hungry nation. Tyrant group! Don't you know that the opposite of oppression is slavery. Slave and oppressor are two synonymous words.

No other religion in the world proclaims the glory of humanity so loudly as Hinduism; And no other religion can oppress the poor and lower classes like Hinduism. God has shown me that there is really nothing wrong with Hinduism; Only the group of dharmadhvaji hypocrites has created all the instruments of mass torture. Think about it, who is responsible for the current plight of Bhangis and 'Parias'? We are heartless in behavior, yet we are vocal in preaching liberal monism. Isn't this a cruel irony on the severe whiplash? We have the best religion in the world, but the food allocated to our people is absolutely bad! eternal Nirjharini is our property, while we are serving the public with sewer water. See, a graduate of our university is not averse to touching a man of low caste, but by exploiting him he feels no scruple to collect money for his own education.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post