ইচ্ছাশক্তি - এটি মনের সেই - বিশেষ ক্ষমতা যার সাহায্যে অনুকূল প্রতিকূল, পরিচিত-অপরিচিত সবরকম পরিবেশে - আমরা যে-কাজটি ভাল বলে - জেনেছি, সেটি আমাদের দিয়ে করিয়ে নেয় এবং যা অন্যায় কাজ, তা থেকে আমাদের নিবৃত্ত করে।
এটি মনের সেই ইতিবাচক ও সৃজনশীল ক্রিয়া যা আমাদের সঙ্কল্পকে অটল সিদ্ধির পথে যেতে উদ্দীপ্ত, সঞ্চালিত ও সক্ষম করে, এবং একই দৃঢ়তায় যে-কাজ অনভিপেত, তাকে এড়িয়ে চলতে শক্তি জোগায়।
Willpower - that special faculty of
the mind which, in all circumstances,
favorable and unfavorable, familiar and
unfamiliar, makes us do what we know
to be good and deters us from what is
wrong.
Will-power is that positive and creative action of the mind which excites, activates and enables our determination to be steadfast in the path of achievement, and with the same determination gives us the power to refrain from doing what is unshakable.