Bharat Kalyan ( Part- 4D) ##Our MotherLand #Education Is The Panacea For All ILLS Of Society.

পর্ব - ৪ ঘ 
বর্তমান প্রয়োজন ও পরিকল্পনা

বৈদেশিক নিয়ন্ত্রণ হইতে মুক্ত হইয়া ভারতের নিজস্ব জ্ঞান-ভাণ্ডারের বিভিন্ন বিষয়ের সহিত ইংরেজী ভাষা এবং পাশ্চাত্ত্য বিজ্ঞান আয়ত্ত করা আমাদের প্রয়োজন। আর চাই কারিগরী শিক্ষা এবং শ্রমশিল্প প্রসারের অনুকূল বিবিধ শিক্ষার বিস্তার যাহার ফলে চাকুরির ধাঁধায় না মুরিয়া মানুষ জীবিকা চালাইয়াও দুর্দিনের জন্য কিছু সঞ্চয় করিবার মত যথেষ্ট অর্থ উপার্জন করিতে পারিবে।

ছোট ছেলেদের উপযোগী বই আমাদের একখানিও নাই। রামায়ণ, মহাভারত, উপনিষদ প্রভৃতি হইতে সহজ এবং সরল ভাষায় কতকগুলি গল্পের বই সঙ্কলন করিয়া আমাদের ছেলেদের পড়িতে দিতে হইবে।

আমার জীবনের একমাত্র সাধ, প্রত্যেক ব্যক্তির নিকট কতকগুলি মহনীয় ভাব পরিবেশনযোগ্য একটি যন্ত্র চালু করা; তারপর ভারতের নরনারী নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়িয়া তুলুক। মানব-জীবনের দুরূহ প্রশ্নাবলী লইয়া আমাদের পূর্ব-পুরুষগণ এবং অন্যান্য জাতি কত কি ভাবিয়াছেন, ইহাই ভারতবাসীদের জানা দরকার। ভারতের বাহিরে দেশসমূহ বর্তমানে কি করিতেছে, ইহা বিশেষভাবে লক্ষ্য করিয়া এদেশের নরনারী নিজেদের গন্তব্য স্থির করুক। রাসায়নিক দ্রব্যগুলির সমাবেশ করিয়া দেওয়াই আমাদের কাজ— উহাদের মিশ্রণজনিত দানাবাঁধা প্রকৃতিক বিধান অনুযায়ীই ঘটিবে।

জাতির লৌকিক ও আধ্যাত্মিক শিক্ষা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণাধীন করিতে হইবে। এই কার্য আমাদের সিদ্ধ করিতেই হইবে। যতদিন তাহা না হয়, ততদিন ইহাই আমাদের চিন্তা, কল্পনা ও আলোচনার একমাত্র বিষয় করিয়া রাখিতে হইবে। জাতির সমগ্র লৌকিক ও আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা আমাদের নিজেদের হাতে রাখিতে হইবে, এবং যতদূর সম্ভব উহা জাতীয় ধারায় এবং জাতীয় প্রণালীতে নিয়ন্ত্রিত করিতে হইবে। অবশ্য পরিকল্পনাটি সুবৃহৎ, জনি না, কোনদিন ইহা বাস্তবে রূপায়িত হইবে কিনা। তথাপি এই শুভ কর্ম আমাদের আরও করিয়া দিতে হইবে। আমার পরিকল্পিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমেই প্রয়োজন একটি মন্দির, যেহেতু হিন্দুদের দৃষ্টিতে ধর্মের স্থান সর্বাগ্রে। অবশ্য মন্দিরটি হইবে অসাম্প্রদায়িক। উহাতে বিরাজ করিবে শুধু সকল সম্প্রদায়ের শ্রেষ্ঠ প্রতীক 'ওঁ'। এই মন্দিরে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের সম্মত অভিন্ন তত্ত্বগুলি শিক্ষা দেওয়া হইবে। তাছাড়া পরস্পরের সহিত কলহ না করিয়া এখানে সকল সম্প্রদায়ের মত প্রচারে থাকিবে অবাধ স্বাধীনতা। এই মন্দিরের সঙ্গে থাকিবে একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জনগণের মধ্যে ধর্মীয় এবং লৌকিক বিন্যা বিস্তার করিবার উপযুক্ত শিক্ষকের দল গড়িয়া তোলা হইবে। সন্ন্যাসীরা যেমন দ্বারে দ্বারে ধর্ম বিলাইয়া আসিতেছেন, সেইরূপ তাহারা উহার সহিত অনায়াসে ঐহিক শিক্ষাও বিতরণ করিতে পারিবেন। তারপর এই নূতন ভাবে অনুপ্রাণিত প্রচারকগোষ্ঠীর উদ্যমে গণ-শিক্ষার কাজ প্রসারিত হইতে থাকিবে। ক্রমে ভারতের নানাস্থানে এইরূপ মন্দির প্রতিষ্ঠা করিয়া গণ-শিক্ষকের দল এমনভাবে বাড়াইয়া যাইতে হইবে যে, তাহাদের কাজ যেন সমগ্র ভারতে ছড়াইয়া পড়িতে পারে। ইহাই আমার পরিকল্পনা। ইহা বিরাট এক কল্পনাবিলাস বলিয়া অনেকে মনে করিতে পারেন। কিন্তু ঠিক এইরূপ পরিকল্পনা অনুযায়ী কাজের এখন একান্ত প্রয়োজন।

-------------------------------------------------------------------

Part- 4D
Current Needs & Plans

Free from foreign control, we need to master the English language and Western science along with various subjects of India's own knowledge-store. And I want technical education and the spread of various educations favorable to the expansion of the labor industry, as a result of which people can earn enough money to save something for hardships without having to worry about jobs.

We don't have any books suitable for small boys. We have to compile some story books from Ramayana, Mahabharata, Upanishad etc. in simple and plain language and let our boys read them.

The only object of my life, is to introduce an instrument capable of serving every man some noble feeling; Then let the women of India build their own future. Indians need to know what our forefathers and other nations thought about the difficult questions of human life. Let the citizens of this country determine their destiny by taking special notice of what countries outside India are doing at present. It is our job to assemble the chemical substances - their mixing will occur according to the laws of nature.

The secular and spiritual education of the nation must be brought under our control. We have to complete this task. Until that happens, this should be our only thought, imagination and discussion. The whole system of temporal and spiritual education of the nation must be placed in our own hands, and regulated as far as possible on national lines and by national methods. Of course the plan is grand, I don't know if it will ever materialize. However, we have to do more of this good work. A temple is the first thing I need in my planned educational institution, as religion has the foremost place in the eyes of the Hindus. Of course, the temple will be non-sectarian. Only the best symbol of all communities 'O' will prevail in it. In this temple we will be taught the same doctrines agreed upon by different communities. Moreover, without quarreling with each other, there will be freedom of speech like all the communities here. An educational institution will be attached to this temple, where a group of suitable teachers will be raised to spread religious and secular knowledge among the people. Just as monks come from door to door preaching religion, they can easily distribute divine teachings along with it. Then the work of mass education will continue to expand with the zeal of this newly inspired group of preachers. Gradually, by establishing such temples in various parts of India, the group of mass teachers should be increased in such a way that their work can spread all over India. This is my plan. Many may think that this is a big fantasy. But exactly such a plan is urgently needed.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post