Today Is The Best Day


এই জীবনে অবাধ মুক্ত মন নিয়ে সদাসজাগ জীবনযাপনের চেষ্টা করা খুবই দরকার। জীবনের মহত্তম বিশ্বাসগুলিকে কাজে রূপায়িত করার জন্য সর্বদাই আমাদের সৎপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যা আদৌ এখনো ঘটেনি, সেই অনিশ্চিত আশঙ্কার মুহূর্তগুলির দ্বারা বর্তমান মুহূর্তের কণ্ঠরোধ যে করে, সে নিজেই তার ভবিষ্যৎ ভয়াবহ করে তোলে। মাইস্টার একহার্ট বলেছেন, ‘বর্তমানের এই মুহূর্তটির গর্ভেই সৃপ্ত আছে ভবিষ্যতের অনন্ত মুহূর্ত।" এই মুহূর্তেই আমরা যদি সুন্দর ভাবে বাঁচি, সবচেয়ে যা ভাল তাই যদি করি, তবে বাকি জীবন সম্বন্ধে আমরা স্বচ্ছন্দে নিশ্চিন্ত হতে পারি। কেন না সাক্ষাৎ বর্তমানকে সর্বাঙ্গসুন্দর করে তোলার চেয়ে ভবিষ্যতের পক্ষে ভাল কাজ আর হতেই পারে না।

যাই হোক, সবসময়েই আমরা নিজেদের পরীক্ষা করে দেখতে পারি আমাদের কৃতকর্মগুলি সর্বাঙ্গসুন্দর হয়ে উঠছে কি না! আমাদের সতত সেই উপায় উদ্ভাবন করার চেষ্টা করে যেতে হবে যাতে আমাদের সব কাজকর্মই ভাল থেকে ক্রমশঃ আরও ভালয় পরিণত হয়। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করাটা এমন একজাতীয় মানসিক রোগ, যার ওষুধ হলো সর্বশক্তি সংহত ও নিয়োগ করে এই বর্তমানকে সম্পূর্ণভাবে আঁকড়ে ধরে বেঁচে থাকা। যারা ইচ্ছাশক্তিবিকাশে আগ্রহী, তাদের উচিত ঐ দ্বিধাগ্রস্ত চিত্তে অতীত ও ভবিষ্যতের দুর্ভাবনাকে জলাঞ্জলি দিয়ে শুধু প্রত্যক্ষ বাস্তবকে নিয়ে জীবনযাপন করা। জ্ঞানালোকের উজ্জ্বলতম শিখাটি সহায় করে আমরা যদি যথার্থ বিবেচনা সহকারে কেবল বর্তমানকে নিয়েই বাঁচতে পারি, তাহলে - গণৎকাররা যাই বলুন- - - ভবিষ্যৎ ভাল হতে বাধা।



Today Is The Best Day

In this life, it is very important to try to live an open mind with an open mind. We must always strive to put the greatest beliefs of life into action. He who stifles the present moment by moments of uncertain apprehension that has not yet happened, makes his future itself terrifying. Meister Eckhart said, 'In this moment of the present lies the eternal moment of the future.'' Couldn't be a better job.

However, we can always check ourselves to see if our actions are turning out well! We must constantly strive to invent ways so that all our activities become better and better. Worrying about the future is a kind of mental illness, the cure for which is to live fully grasping the present by mobilizing and employing all energies. Those who are interested in the development of willpower should live only in direct reality, discarding past and future worries in the hesitant mind. If we can live only in the present with due consideration, aided by the brightest flame of enlightenment, then - whatever Palmist say - - the future cannot be good.




RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post