বোকা বানানোর মতো কোন কাজ যাতে না করি, তার জন্য নিজেদেরকে প্রবৃত্ত করতে হবে। নিজেদের যেন আমরা বলতে পারি যে, কায়-মন-বাক্যে যা-কিছুই করছি, তার দ্বারা ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে পরিপূর্ণতার লক্ষ্যপথে এগিয়ে চলেছি। এই নিখাদ মূল্যবোধ অবশ্যই আমাদের দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে সমর্থিত হওয়া আবশ্যক। ভারতের মুনিষষিগণ জীবনের এই মূল্যবোধগুলির চারটি শ্রেণীবিভাগ নির্দিষ্ট করেছেন। এই চতুর্বর্গ হলো : ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ।
সমগ্র মানবজাতির সম্পর্কে সাধারণভাবে বলা যায় যে, দৈহিক ও মানসিক ইচ্ছাশক্তি ও তার বিকাশ
আত্মনিগ্রহ ইচ্ছাশক্তির বিকাশের অথবা মহত্তর জীবনচর্যার পক্ষে অনুকূল নয়। কারণ যে কোনরকম অনাহার ক্ষতিকর এবং অতিভোজন তো আরও মারাত্মক। দৈহিক ও মানসিক চাহিদাগুলি পূরণের জন্য অর্থের প্রয়োজন আমাদের নিশ্চয়ই আছে, কিন্তু তাই বলে দুর্নীতির পথে আমরা যদি অর্থোপার্জন করি, তাহলে সেইপথে কিছু শক্তির অপচয় হবেই যা ভবিষ্যতে বাঘের মতো আমাদের উপর লাফিয়ে পড়বে এবং সেটা আমাদের ইচ্ছাশক্তির পক্ষে মোটেই মঙ্গলজনক হবে না। কাম ও অর্থের মূল্যবোধকে তাই ধর্মের অর্থাৎ ন্যায়নীতির অনুগামী হয়ে চলতে হবে। কিন্তু এই ধর্মবোধকে আবার উচ্চতর আদর্শের দ্বারা অনুপ্রাণিত করতে হবে। তবেই তা মোক্ষের সহায়ক হয়ে উঠবে।
এই নিখাদ মূল্যবোধের অনুগামী হয়ে আমরা যখন দৈনন্দিন জীবনকে চালিত করি, জ্ঞানের এক অগ্নিবলয়ের মধ্যে তখন আমরা সুরক্ষিত থাকি যাকে জীবনের কোন দুর্দৈব ভেদ করতে পারে না। সামান্যতম অপরাধবোধ না নিয়ে আমরা তখন দৃঢ়নিশ্চয় হতে পারি যে, আমাদের জীবন প্রকৃতই ন্যায়ের পথ ধরে চলেছে। এই সেই পাপবোধ, যা কারণে-অকারণে আমাদের ইচ্ছাশক্তির মূলশিকড়গুলিকে খেয়ে নিশ্চিহ্ন করে দেয়। একদিকে অপরাধবোধের চিহ্নমাত্র না থাকা এবং অন্যদিকে নিশ্চিত সঠিক পথে চলার নিশ্চয়তা থাকা এই উভয়কে সম্বল করে আমরা যখন জীবনপথে অগ্রসর হই, তখনই আমরা সেই দৃঢ়বিশ্বাসের অধিকারী হতে পারি যা আমাদের অন্তরে এক নূতন শক্তির উৎসমুখ খুলে দেয়। আর এই ক্ষমতাটিই ইচ্ছাশক্তি বিকাশের কাজে দারুণভাবে সহায়ক হয়।
ইচ্ছাশক্তি বিকাশে তুমি যদি আগ্রহী হও, তবে দৃঢ়প্রত্যয় হবার ক্ষমতাটিকে অন্তত: বৃদ্ধি করতেই হবে। নিজের সমগ্র সত্তা দিয়ে বিশ্বাস কর যে, তুমি সঠিক পথেই আছ। সবসময়ে সবকিছুকেই সন্দেহ করো না – এটা বুদ্ধির লক্ষণ নয়। বেদান্তের শিক্ষায় বিশ্বাসী হও, বিশ্বাস কর শ্রীরামকৃষ্ণকে অথবা সর্বশক্তিতে অন্তরাত্মার প্রতি আস্থাশীল হও; তাহলেই দেখবে শূন্য অবস্থা থেকেও কেমন করে ইচ্ছাশক্তির জন্ম হয়। এই একটি বস্তুকে সঠিক ও দৃঢ়ভাবে নিজের মধ্যে কোথাও প্রতিষ্ঠিত করতে পারলে অন্য জিনিসগুলি তার দ্বারা আপনিই সৃষ্ট হবে।
Values Of Life
Living wisely in the present requires being guided by a clear set of values.
We have to train ourselves not to act like fools. May we say to ourselves that whatever we are doing, we are slowly but surely advancing towards perfection. These core values must be supported through our physical, mental and spiritual development. The sages of India have specified four classifications of these values of life. These four are: Dharma, Artha, Kama and Moksha.
Physical and mental volition and its development can be said generally about the entire human race
Self-immolation is not conducive to the development of the will or to a noble life. Because any kind of starvation is harmful and overeating is even more dangerous. We certainly need money to fulfill our physical and mental needs, but if we earn money in the way of corruption, then there will be a waste of energy that will pounce on us like a tiger in the future and that will not be good for our will power at all. Values of desire and money should therefore follow religion ie justice. But this sense of religion must again be motivated by higher ideals. Only then will it become a helper of salvation.
As we conduct our daily lives in adherence to these pure values, we are protected within a fire ring of wisdom that no misfortune of life can penetrate. Without the slightest sense of guilt, we can then be sure that our lives are indeed walking the path of righteousness. This is the sense of sin, which eats away at the very roots of our will power for no reason. When we walk through life with both the absence of a trace of guilt and the certainty of being on the right path, we can have that conviction that opens up a new source of strength within us. And this ability is very helpful in developing willpower.
If you are interested in developing willpower, you must at least increase your ability to be assertive. Believe with your whole being that you are on the right path. Do not always doubt everything - it is not a sign of intelligence. Believe in the teachings of Vedanta, believe in Sri Ramakrishna or believe in Antaraatma in all power; Only then will you see how willpower is born from nothing. If you establish this one thing rightly and firmly somewhere in yourself, other things will be created by you.