Common Matter(Theory) Of Above All Religion

সর্বোপরি ধর্মের সাধারণ বিষয় (তত্ত্ব)

চরম সত্য যে 'এক', সেকথা সব ধর্মই দৃঢ়ভাবে ঘোষণা করে। অভিব্যক্তির সামান্য পার্থক্য থাকলেও প্রত্যেক ধর্ম একই সত্যের দিকে নিয়ে যায়। প্রত্যেক ধর্মেই সত্য উপলব্ধির ক্ষেত্রে কোন না কোন ভাবে জ্ঞান, ভক্তি ও কর্মের স্থান আছে। সকল ধর্মেই এমন মানুষ আছেন, যাঁরা চরম সত্য উপলব্ধি করেছেন এবং তার দ্বারা মুক্তিলাভ করেছেন। যে কোন ধর্মের পদ্ধতি অবলম্বন করে সিদ্ধিলাভ হোক না কেন, ঈশ্বরের উপলব্ধি সর্বদা একই। আবার প্রায় সব ধর্মেই এক ত্রাতা বা একাধিক অবতারের স্বীকৃত আসন রয়েছে। কোন মেশিয়াই (ত্রাতা) ধ্বংসের জন্য আবির্ভূত হননি, তাঁদের প্রত্যেকে আবির্ভূত হয়েছেন একই উদ্দেশ্য সাধন করতে। 

সকল ধর্মেই ঈশ্বর উপলব্ধির পদ্ধতি হিসাবে মনের প্রবৃত্তি ও জাগতিক ভোগসুখাকাঙ্ক্ষার সংযম বিহিত হয়েছে এবং প্রত্যেক ধর্মই কোন না কোন ভাবে জড়-জাগতিক স্তর ও আধ্যাত্মিক স্তরের মধ্যে একটা পার্থক্য টানে। যিনি আধ্যাত্মিক পথের পথিক, তিনি নিজের দেহ ও মন ছাড়াও একটি তৃতীয় বস্তুর অস্তিত্ব দেখতে পান - যে গূঢ় সত্তাকে সাধারণত বলা হয় 'আত্মা'। যাঁরা সত্যকে উপলব্ধি করেছেন, তাঁরা সবাই একটি বিষয়ে একমত যে, আত্মার উপলব্ধি কারো বাইরে থেকে আসে না, আসে নিজের ভেতর থেকে। দর্শনের দিক থেকে প্রত্যেক ধর্মই ঈশ্বরের স্বরূপ, জগৎ ও মানুষ এবং এগুলির পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে। প্রত্যেক ধর্মে ফলিত মনোবিদ্যার একটি সুস্পষ্ট ধারা আছে। প্রত্যেক ধর্মই মানব জীবনের চরম উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। প্রত্যেক ধর্মই অতীন্দ্রিয় জগতে সাধকের সিদ্ধিতে পরমানন্দ ও পরা শান্তি লাভের কথা বলে। সকল ধর্মই সমাজে যে, নৈতিক বিধান আরোপ করে, সর্বত্রই তার ভিত্তি হিসাবে কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত কর্মবাদ স্বীকৃত। “সকল ধর্মই আমাদের ভ্রাতৃবৃন্দের জন্য কল্যাণকর্মে নিয়োজিত হতে শিক্ষা দেয়।” বলেছেন স্বামী বিবেকানন্দ ।

-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------

Common Matter(Theory) Of Above All Religion

All religions firmly declare that the ultimate truth is 'One'. Although there are slight differences in expression, every religion leads to the same truth. Every religion has some form of knowledge, devotion and action in the realization of truth. In all religions there are people who have realized the ultimate truth and attained liberation by it. No matter which method of religion one attains, the realization of God is always the same. Again, almost all religions have a recognized seat of one savior or multiple incarnations. No messiah (savior) appeared for destruction, each of them appeared to fulfill the same purpose.

All religions prescribe restraint of the instincts of the mind and worldly pleasures as a method of realizing God, and each religion in some way draws a distinction between the material plane and the spiritual plane. One who is on the spiritual path sees the existence of a third entity apart from his own body and mind - the mystical entity commonly called 'soul'. All those who have realized the truth agree on one thing that the realization of the soul does not come from outside, but from within oneself. Philosophically, every religion perceives the nature of God, the world and man and their interrelationship. Every religion has a clear stream of applied psychology. Every religion points to the ultimate purpose of human life. Every religion speaks of attaining ecstasy and eternal peace in the transcendental world. All religions, which impose moral laws on society, have universally accepted the principle of causality as their basis. "All religions teach us to engage in good deeds for our brothers and sisters." Swami Vivekananda said.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post