Education Is The Solution (Part 1) #What is Education?


পর্ব - ১

শিক্ষা কি?

'যাবৎ বাঁচি তাবৎ শিখি'- ঠাকুরের এই যে কথা, সেটা আমাদের জীবনে সব সময় মনে রাখা প্রয়োজন। শিক্ষা কি ? কতকগুলি ভাবকে চরিত্রগত করা। আমাদের মধ্যে যে সম্পূর্ণতা আছে তাকে প্রকাশ করা। এর নাম শিক্ষা। আমরা স্বামীজীর কাছে শুনেছি, আমাদের ইচ্ছাশক্তিকে সংযতভাবে সংহতভাবে প্রকাশ করা এমনভাবে তা যাতে কার্যকর হয় - এটা শেখার নাম শিক্ষা। শিক্ষা মানে উপযুক্ত চরিত্রের অধিকারী হওয়া। শিক্ষা তাকেই বলে, স্বামীজী বলছেন, যাতে আমাদের চরিত্র গঠিত হয়, যাতে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, যাতে আমরা উপযুক্ত মানুষ হয়ে আমাদের কর্তব্যবোধ সম্বন্ধে সচেতন হতে পারি, যাতে আমরা আমাদের কর্তব্য যথাযথ ভাবে পালন করতে পারি। এরকম উপযুক্ত হয়ে ওঠার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে কতকগুলো তত্ত্ব আর কতকগুলো তথ্য কোন রকমে মাথার ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া, আর সেগুলো হজম হলো না, সারা জীবন জমা হয়ে থেকে গণ্ডগোল সৃষ্টি করলো মাথার মধ্যে তাকে শিক্ষা বলে না, স্বামীজী বলছেন।

স্বামীজী বলছেন বলেই শুধু নয়। এ সমস্ত কথাগুলো আমরা যদি শান্ত হয়ে চিন্তা করি তাহলে আমরাও বুঝতে পারবো। সত্যি তো, একে কি শিক্ষা বলে ? শিক্ষা মানে কি স্কুলে কলেজে যাওয়া? শিক্ষা মানে কি শুধু কতকগুলো বিভিন্ন বিষয়ের তত্ত্ব মুখস্থ করা ? তাকে তো শিক্ষা বলে না। কতকগুলো মুখস্থ করলাম আর গিয়ে পরীক্ষার হলে উত্তরের খাতায় সেইগুলো সব লিখে দিলাম একে কি শিক্ষা বলে ? তা দিয়ে আমরা কতকগুলো সার্টিফিকেট পেলাম। সেই সার্টিফিকেটগুলোর বাজার দর আছে। সেইগুলো বাজারে দেখিয়ে চাকরি পেলাম বা অন্য কিছু করলাম তা ভাঙিয়ে। একে শিক্ষা বলে না। শিক্ষা বলে, আগে যেগুলো বলা হল সেগুলোকে, যার দ্বারা আমাদের ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারি উপযুক্তভাবে। উপযুক্তভাবে হল কি না কি করে বুঝবো ? না, যাতে আমাদের ব্যক্তিগত কল্যাণ হবে, মঙ্গল হবে, ভাল হবে। আমাদের জীবনটা সুন্দর হবে; অসহনীয় হয়ে উঠবে না।।

----------------------------------------------------------------------------------

Part-1

What is Education?

'Jabat Bachi Tabat Sikhi' - Thakur's words, it is necessary to remember it in our life all the time. What is education? Characterize several expressions. Revealing the wholeness that is within us. It's name is education. We have heard from Swamiji, to exercise our will in a controlled and integrated way so that it is effective - that is learning called Shiksha. Education means having proper character. Education is what Swamiji says, so that our character is formed, so that we can stand on our own feet, so that we can become fit people and be aware of our sense of duty, so that we can perform our duty properly. Education is the name of such becoming suitable. Education means introducing some theories and some information into the head in some way, and they are not digested, they have accumulated throughout life and created a mess in the head. It is not called education, says Swamiji.

Not just because Swamiji says. If we think calmly about all these words, we can understand them. Really, what is this education? Does education mean going to school or college? Does education mean just memorizing the theory of several different subjects? It is not called education. I memorized some of them and went to the exam hall and wrote them all in the answer book. What is this called education? With that we got some certificates. Those certificates have market value. By showing them in the market, I got a job or did something else by breaking them. It is not called education. Education refers to those mentioned earlier, by which we can use our inner strength appropriately. How to understand whether it is appropriate? No, so that our personal welfare will be good, good, good. Our life will be beautiful; It will not become unbearable.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post