Education Is The Solution( Part 5) #Effect Of Morality On Society


পর্ব -৫

সমাজের উপর নৈতিকতার প্রভাব

সেই শিক্ষা আমাদের লাভ করার চেষ্টা করতে হবে যা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে শেখাবে, আমাদের সমস্ত শক্তিকে ঠিকভাবে
 ব্যবহার করতে শেখাবে। ঠিকভাবে ব্যবহার করতে শেখাবে মানে, ঠিক-বেঠিক কি তা বুঝতেও শেখাবে। ঠিক কোটা কি করে বুঝবো ? যেটা নীতির দ্বারা সমর্থিত তাকেই ঠিক বলি, যেটা নীতিবিগর্হিত তাকেই বেঠিক বলি। ঠিক মানে হচ্ছে, যেটা নীতির দিক থেকে ঠিক। তাহলে কোন্‌টা নীতির দিক থেকে ঠিক ? না, যেটাতে স্বার্থ জড়িত নেই। কেননা স্বার্থ জড়িত থাকলে আমি দেশ থেকে আলাদা হয়ে যাব। আমি সমাজে বাস করছি, সকল মানুষকে নিয়ে আমাকে থাকতেই হবে। কিন্তু সেখানে যদি আমি স্বার্থই দেখতে থাকি, আর প্রত্যেকেই যদি তার স্বার্থ দেখতে যায়, তাহলে ক্রমাগত পরস্পরের মধ্যে দ্বন্দ্ব চলবে, পরস্পরের মধ্যে প্রতিযোগিতা চলবে। কে কাকে হারিয়ে দিতে পারে, কে কাকে বঞ্চিত করতে পারে, কে কাকে শোষণ করতে পারে – এই ভাবগুলোই প্রাধান্য পাবে সকলের মনের মধ্যে এবং যদি ক্রমাগত আমরা এই রকম চিন্তা, এই রকম ব্যবহারকে প্রশ্রয় দিতে থাি তাহলে সেগুলো আমাদের স্বভাবে পরিণত হবে। এবং স্বভাবে পরিণত হলে আমরা ওই রকম আরও বেশী করে করতে থাকব, ফলে সমাজ-জীবন বিপন্ন হবে। আজকে সমাজ-জীবন সেই জন্যই বিপন্ন হয়েছে, যেহেতু আমরা উপযুক্ত শিক্ষা নেবার চেষ্টা করিনি । সেই উপযুক্ত শিক্ষা নেবার প্রয়োজনীয়তা যদি আমরা বুঝি তাহলে একটা মস্ত লাভ হবে। আমাদের বুঝতে হবে, আমরা যেন উপযুক্তভাবে শিক্ষিত হই।

----------------------------------------------------------------------------------

Part -5

Effect Of Morality On Society

That education we must strive to acquire will teach us to stand on our own feet, with all our strength properly will teach to use. It will teach you to use it correctly, it will also teach you to understand what is right and wrong. How to understand the exact quota? That which is supported by principles is called right, that which is unethical is called wrong. Right means that which is right in principle. So which policy is correct? No, that does not involve interest. Because if interests are involved, I will separate from the country. I live in society, I have to live with all people. But if I continue to look after the interests, and if everyone looks after his own interests, then there will be constant conflict between each other, competition between each other will continue. Who can lose whom, who can deprive whom, who can exploit whom - these feelings will prevail in everyone's mind and if we continue to indulge such thoughts, such behavior, they will become our nature. And if it becomes our nature we will continue to do so more and more, thereby endangering society. Today society is endangered because we have not tried to get proper education. If we understand the need to get that proper education then it will be a great gain. We need to understand that we should be properly educated.


RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post