Education Is The Solution( Part 6) #Education & Character


পর্ব - ৬

শিক্ষা এবং চরিত্র

উপযুক্তভাবে শিক্ষিত হওয়া তাহলে অনেক দিক থেকে দেখা যায়। আমরা ঠিক নীতির কাজ করতে পারছি কি না, আমরা কতগুলো ভাব ঠিক আয়ত্ত করতে পারছি কি না, সেগুলো আমাদের নিজস্ব করে ফেলতে পারছি কি না। আমরা আমাদের যে শক্তি আছে, নিজেদের শক্তি, দেহের শক্তি, মনের শক্তি, ভেতরের শক্তি – সেইগুলোকে উপযুক্তভাবে কাজে লাগাবার বুদ্ধিটা বিদ্যাটা - অর্জন করেছি কি না, এগুলো বোঝা দরকার। আমাদের মধ্যে যে পূর্ণতা আছে, যে সম্ভাবনা আছে সুপ্ত তাকে প্রকাশ করতে পারছি কি না সেটা দেখতে হবে। এটিই হচ্ছে উপযুক্ত শিক্ষা। এবং এই শিক্ষা লাভ করলে যেটা হয়, আমাদের যে পরিবর্তন হয়, আমাদের যে নতুন আকৃতি হয় ( আকৃতি মানে দেহের আকৃতি নয় ), আমাদের মনের যে নতুন গঠন হয়, সেই গঠন আমাদের সমস্ত চিন্তা আর কাজকে চালিত করবে এগিয়ে নিয়ে যাবে। সেটার নামই হল কিন্তু চরিত্র। উপযুক্ত শিক্ষাই আমাদের চরিত্র গঠনে সাহায্য করে।

----------------------------------------------------------------------------------

Part- 6

Education & Character 

Being properly educated can be seen in many ways. Whether we are able to work on principles, whether we are able to master how many ideas, whether we are able to make them our own. We need to understand whether we have acquired the power that we have, our own power, the power of the body, the power of the mind, the power within - the wisdom and the knowledge to use them appropriately. We have to see whether we can express the fullness, the potential that is latent in us. This is proper education. And what happens when we get this education, the change we get, the new shape we get (shape doesn't mean the shape of the body), the new formation of our mind, that formation will drive all our thoughts and actions forward. It is the name but the character. Proper education helps in building our character.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post