Education Is The Solution( Part 7) #The First Thing Of Education Is Mind


পর্ব - ৭

শিক্ষার প্রথম কথা মন

শিক্ষার পেছনে সেই জন্য থাকবে সব থেকে প্রাধান্য যে জিনিসটির, সেটি হল ঠিক চিন্তা। যথার্থভাবে চিন্তা না করতে পারলে কিন্তু এর কোনটা হবে না। সেজন্য মনটার দিকে নজর দিতে হবে খুব ভাল করে। মনটাকে সংযত না করাতে পারলে, মনটার ওপর আমাদের অধিকার না লাভ করতে পারলে, আমরা আমাদের চিন্তাকে ইচ্ছে মত খাতে প্রবাহিত করতে পারব না এবং চিন্তা যদি আমাদের ইচ্ছানুরূপ খাতে প্রবাহিত না হয়, তাহলে আমাদের সমস্ত কাজ ঠিক দিকে যাবে না, নীতির দিকে যাবে না। নীতির দিকে যাবে না মানে স্বার্থের দিকে যাবে। পরার্থের দিকে যাবে না মানে সমাজ-জীবনকে বিপন্ন করবে। সেজন্য ঠিক চিন্তার ওপরে খুব গুরুত্ব দিতে হবে। এবং সেটার জন্যে নিজেদের শিক্ষিত করে তোলার চেষ্টা করতে হবে। এই রকম করলে, এই নীতিবোধ নিয়ে জাগতে থাকলে, এই রকম শিক্ষা পেলে, এই রকম চরিত্র ধীরে ধীরে গঠিত হতে থাকলে, তখন আমরা কোনটা . আমাদের কর্তব্য সেটা ঠিক বুঝতে পারবো।

----------------------------------------------------------------------------------

Part- 7

The First Thing Of Education Is Mind

The most important thing behind Education is the right thought. But none of this will happen if you can't think rationally. That's why you have to look at the mind very well. If we cannot control the mind, if we do not gain control over it, we will not be able to direct our thoughts in the direction we want, and if our thoughts do not flow in the direction we want, then all our actions will not go in the right direction, will not go in the right direction. Not going towards policy means going towards interest. It will not go towards altruism, it will endanger society and life. That's why great importance should be given on right thinking. And for that we should try to educate ourselves. If we do this, if we wake up with this sense of ethics, if we get this kind of education, if this kind of character is gradually formed, then which one are we? We understand our duty.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post