Bharat Kalyan ( Part- 1D) ##Our MotherLand #Future Of India


পর্ব- ১ঘ

ভারতের ভবিষ্যৎ


তোমরা ধর্মে বিশ্বাস কর বা না-ই কর, যদি জাতীয় জীবনকে অব্যাহত রাখিতে চাও, তবে একনিষ্ঠভাবে অধ্যাত্মবিদ্যাটি দখল করিয়া থাকিতে হইবে। এক হাতে উহা ধরিয়া থাক, অন্য হাত বাড়াইয়া অপরাপর জাতির নিকট হইতে শিক্ষণীয় যাহা কিছু আছে তাহা আহরণ করিয়া যাও; অবশ্য লক্ষ্য রাখিও যে, সেইসব আহৃত বিদ্যা যেন হিন্দুর মূল জীবনাদর্শের অনুগত থাকে। এরূপ করিতে পারিলে ভাবী ভারত এমনই মহিমায় সমুজ্জ্বল হইয়া উঠিবে যেরূপ পূর্বে কোনকালেই ছিল না। আমার দৃঢ় বিশ্বাস, সেই শুভদিন আসিতে আর বিলম্ব নাই। তখনই ইতিহাস প্রসিদ্ধ প্রাচীন মহাপুরুষদের অপেক্ষাও অধিকতর প্রভাবশালী মহর্ষি ও ব্রহ্মর্ষি এদেশে জন্মগ্রহণ করিবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের পূর্বপুরুষগণ পরলোক হইতে বংশধরগণের অভূতপূর্ব কীর্তি দেখিয়া সগর্ব পরিতৃপ্তি বোধ করিবেন।

অতএব, ভ্রাতৃবৃন্দ, আমাদের সকলকেই ভাবী ভারতের শুভ উদ্বোধনকার্যে অনলস ঐকান্তিকতায় ব্রতী হইতে হইবে। আর ঘুমাইয়া কাল কাটাইবার সময় নাই, আমাদেরই প্রযত্নের উপর গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ ভারতের অভ্যুদয় নির্ভর করিতেছে। এইরূপ ভাবী ভারত প্রস্তুত হইয়া জাগরণের প্রতীক্ষা করিতেছে মাত্র। ওঠ, তাহাকে জাগাইয়া দেখ, নবজীবন লাভ করিয়া আমাদের দেশ-জননী পূর্ব পূর্বযুগ অপেক্ষা অধিকতর মহিমায় তাহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত হইয়াছেন।

ভারতের অতীত ইতিহাসে মাঝে মাঝে অবনতির যুগ আসিয়াছে সত্য, কিন্তু তাহারও একটা সার্থকতা ছিল। অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম। একটা উপমা দিতেছি—প্রকাণ্ড এক গাছের সুন্দর সুপক একটি ফল হয়ত মাটিতে পড়িয়া পচিয়া নষ্ট হইয়া গেল। কিন্তু ফলটির এই আপাতবিনাশের মধ্য দিয়া নির্গত হইল নূতন অঙ্কুর, যাহা হইতে পূর্বাপেক্ষা বিশাল নূতন এক বৃক্ষের উদ্ভব হইতে পারে। আমরা যে অবনতির যুগের মধ্য দিয়া আসিয়াছি, তাহারও ঠিক এই রকম একটি সার্থক পরিণাম দেখিতে পাওয়া যায়। বস্তুতঃ ে অবনতি হইতেই এক উজ্জ্বল ভবিষ্যতের আবির্ভাব সুচিত হইতেছে। এখনই এক বিশাল বৃক্ষের পূর্বাভাস প্রতীয়মান–তাহার অঙ্কুরোদগম হইয়াছে, এ কি, নবপল্লব উদ্‌গত হইতেছে।

সুদীর্ঘ রাত্রি বোধ হয় প্রভাত হইয়া আসিল। মর্মান্তিক দুঃখের বুঝি এইবার অবসান হইতেছে। নিস্পন্দ শবের মত সুষুপ্ত ভারত বুঝি জাগিয়া উঠিতেছে। ইতিহাসের কথা দূরে থাকুক, কিংবদন্তী পর্যন্ত যে সুদুর অতীতের নিরন্ধ্র অন্ধকার ভেদ করিতে পারে না, সেখান হইতে অপূর্ব বাণী ভাসিয়া আসিতেছে। উহা জ্ঞান- প্রেম-কর্মের অসীম হিমালয়সদৃশ মাতৃভূমি ভারতের শিখরে শিখরে প্রতিধ্বনিত হইয়া আমাদের কানে আসিয়া বাজিতেছে। মৃদু অথচ দৃঢ়, অভ্রান্ত, নর্মস্পর্শী সে বাণী-তরঙ্গ যত দিন যাইতেছে ততই যেন স্ফীত হইতেছে—আর দেখ, উহারই প্রভাবে প্রসুপ্ত ভারত জাগিতেছে; হিমাচলের স্নিগ্ধ বায়ুস্পর্শের মত ঐ বাণী অবসাদ দূর করিয়া ভারতের শুষ্ক মৃতপ্রায় অস্থিমাংসে নবজীবন সঞ্চার করিতেছে। যে অন্ধ সে-ই কেবল দেখিতে পাইতেছে না, আর যে বিকৃতরুচি সে ত দেখিয়াও দেখিবে না যে, আমাদের দেশমাতৃকা তাঁহার সুদীর্ঘ গভীর প্রসুখি হইতে জাগ্রত হইতেছেন। কাহারও সাধ্য নাই এই জাগরণ রোধ করে। জাগ্রত ভারত আর নিদ্রাভিভূত হইবে না। কুত্বকর্ণের মত অমিতবিক্রম এক বিরাট দৈত্য। সুপ্তোত্থিত হইয়া উঠিয়া দাঁড়াইতেছে—বাহিরের কোন শক্তিই আর তাহাকে দাবাইয়া রাখিতে পারিবে না।

ওঠ, জাগ, দীর্ঘ রজনীর অবসান হইতেছে, অরুণোদয় সমাসন্ন। প্রাণে প্রাণে বিশ্বাস কর, শ্রীভগবানের অলঙ্ঘ্য আদেশে এবার ভারতের অভ্যুদয় অবশান্তাবী, দেশের দুর্গত জনগণের সুখ-সমৃদ্ধির দিন সমাগত। আধ্যাত্মিকতার এক বন্যা আসিয়াছে। স্পষ্ট দেখিতেছি, এই উদ্দাম,

বন্ধনহীন, সর্বগ্রাসী প্লাবন সমগ্র পৃথিবীকে ভাসাইয়া লইয়া যাইবে। সকলে অগ্রসর হও, সকলের ঐকান্তিক শুভেচ্ছা এই প্লাবনের বেগ বর্ধিত করুক এবং তোমাদের সমবেত উদ্যমে উহার পথ বাধামুক্ত হউক।

-------------------------------------------------------------------

Part- 1D

Future Of India


Whether you believe in religion or not, if you want to continue the national life, you have to take hold of spirituality wholeheartedly. Hold it with one hand, extend the other hand and extract whatever there is to learn from the other nation; However, keep in mind that the acquired knowledge should be consistent with the basic philosophy of Hindu life. If this can be done, the future India will shine with such glory as it has never been before. I firmly believe that there is no delay in that auspicious day. Then Maharshi and Brahmarshi, more influential than the famous ancient great men of history, will be born in this country. It is my firm belief that our ancestors will feel proud and satisfied to see the unprecedented achievements of their descendants from the afterlife.

Therefore, brothers, we must all take a vow of unremitting devotion to the auspicious inauguration of future India. And there is no time to sleep, the glorious future of India depends on our efforts. Such a future India is ready and waiting for awakening. Arise, wake her up, and behold our mother-mother, reborn, established on her eternal throne in greater glory than the ages of yore.

It is true that there have been periods of decline in India's past history, but it also had its merits. The future is born in the womb of the past. Let me give you an analogy - a beautiful fruit of a huge tree may have fallen to the ground and rotted. But through this sudden destruction of the fruit, a new shoot emerged, from which a new tree could emerge, larger than before. The decadent age we are living through has just such a fruitful outcome. In fact, a bright future is emerging from the decline. Now the foreboding of a great tree is evident – its budding, that is, the new Pallava is emerging.

The long night seems to have dawned. The tragic sorrow is coming to an end this time. India, sleeping like a dead corpse, is waking up. Let the talk of history be far away, even legend cannot penetrate the impenetrable darkness of the distant past, from there wonderful words are flowing. That infinite Himalayan motherland of knowledge-love-action is reverberating in our ears from the peaks of India. Gentle yet firm, infallible, soft-touching, the speech-wave is swelling as the day goes by - and look, it is under its influence that sleepy India is waking up; Like the soft touch of Himachal air, the words remove the depression and infuse new life into the dry dead bones of India. He who is blind cannot see, and he who has perverted taste will not see that our motherland is waking up from her long deep slumber. No one can prevent this awakening. Awakened India will no longer be drowsy. Amitvikrama is a great giant like Kutvakarna. It is rising and standing - no external force can hold it down.

Arise, awake, the long dawn is coming to an end, Arunodaya is near. Believe with your soul, by the inviolable command of the Lord, this time India's prosperity is peaceful, the day of happiness and prosperity of the poor people of the country is gathered. A flood of spirituality has come. I see clearly, this arrogant,

An unbridled, all-consuming flood will sweep away the entire earth. Advance, all, may the best wishes of all quicken this flood, and let its course be unobstructed by your united zeal.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post