পর্ব - 2গ
বর্তমান অধঃপতন
দেশসেবকের কর্তব্য-নির্দেশ
ভগবানকে কোথায় খুঁজিয়া বেড়াইতেছ? দরিদ্র, আর্ত, দুর্বল-ইহারাই কি দেবতা নয়? প্রথমে ইহাদেরই পূজা কর না কেন? গঙ্গাতীরে কূপ খন করিবার কী সার্থকতা? প্রেমের সর্বশক্তিমত্তার আস্থাবান হও। তোমার কি মানব প্রীতি আছে? যদি থাকে তাহা হইলে তুমি অমিতশক্তি। তুমি কি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ? যদি তাহাই হও, তবে তুমি অজেয়। চরিত্রবলই সর্বত্র জয়ী হইয়া থাকে। ভগবান স্বয়ং তাঁহার সন্তানগণকে গভীর সমুদ্র-গর্ভেও রক্ষা করিয়া থাকেন। দেশমাতৃকার সেবায় আজ প্রয়োজন বীরত্বের অবদান। তোমরা সকলে বীর হও।
চাই আন্তরিক সহানুভূতি। বুদ্ধিবৃত্তি বা যুক্তিতর্কের দৌড় আর কতটুকু। কিছুদূর অগ্রসর হইয়াই উহারা থামিয়া যায়। কিন্তু মহৎ কাজের প্রেরণার উৎস হৃদয়ে। মানবপ্রেমের হৃদয়াবেগ বাস্তবিকই অসম্ভবকে সম্ভব করে। ইহারই মাধ্যমে হয় বিশ্বের যাবতীয় রহস্যের উদ্ঘাটন। অতএব, হে ভারতের ভাবী সংস্কারক ও দেশসেবকবৃন্দ, আগে তোমরা দরদী হইতে শেখ। সত্যই কি অপরের জন্য তোমাদের হৃদয় সমবেদনায় উদ্বেলিত হইতেছে? তোমরা কি মর্মে মর্মে বোধ করিয়াছ যে, লক্ষ লক্ষ দেবতুল্য ঋষির বংশধর আজ পশুর স্তরে অবনমিত - লক্ষ লক্ষ নরনারী বৎসরের পর বৎসর, অন্নাভাবে মরিয়াছে এবং মরিতেছে, অজ্ঞতা ও কুসংস্কার সারা দেশটাকে তিমিরাচ্ছন্ন করিয়া রাখিয়াছে? এই চিন্তা কি তোমাদিগকে অস্থির উন্নিদ্ধ করিয়া তুলিয়াছে? ইহা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া শিরায় শিরায় প্রবাহিত হইতেছে? ইহা কি হৃৎস্পন্দনের মত সর্বক্ষণ তোমাদের অন্তর আলোড়িত করিতেছে? এই ভাবনায় তোমরা উন্মত্তপ্রায় হইয়াছ কি? অবনত ভারতের দুঃখ-দুর্দশার ঐকান্তিক অভিনিবেশে তোমরা নামযশ, স্ত্রীপুত্র, ধনসম্পত্তি, এমন কি নিজেদের শরীর পর্যন্ত সম্পূর্ণরূপে তুলিতে পারিয়াছ কি? যদি তোমাদের এরূপ ব্যাকুলতা আসিয়া থাকে, তবে তোমরা দেশপ্রেমের মাত্র প্রথম ধাপে পদার্পণ করিয়াছ। সঙ্কীর্ণ সামাজিক গণ্ডী ছাড়িয়া সারা বিশ্বের দিকে তাকাইয়া দেখ, অন্যান্য
জাতি কিভাবে আগাইয়া চলিয়াছে। সত্যই কি তোমরা মানুষকে ভালবাস? সত্যই কি তোমরা দেশপ্রেমিক? তবে এস আমরা বিশ্বের মহত্তর কল্যাণ- প্রতিষ্ঠায় ব্রতী হই। আমাদের দৃষ্টি থাকিবে সন্মুখের দিকে; অতি প্রিয় ঘনিষ্ঠ আত্মীয়ের ক্রন্দনেও ফিরিয়া তাকাইলে চলিবে না। চাই মানুষ। অপর সবই জুটিবে, অভাব শুধু মানুষের। চাই বলিষ্ঠ, বীর্যবান, বিশ্বাসী, সম্পূর্ণ অকপট যুবকের দল। এরূপ একশত যুবক জগতে
বৈপ্লবিক পরিবর্তন ঘটাইতে পারে।
আসল জিনিষ ত্যাগ। ত্যাগ ছাড়া কেহই সমস্ত প্রাণ দিয়া অপরের সেবা করিতে পারে না। সমদর্শী হইয়া সকলের সেবায় ত্যাগীই আত্মনিয়াগ করিতে পারে। সত্য, প্রেম এবং আন্তরিকতার জয়যাত্রা কেহ রোধ করিতে পারে না। তুমি কি অকপট, মরণের মুখেও নিঃস্বার্থ প্রেমিক? যদি তাহা হও, তবে কোন কিছুকে ভয় করিও না মৃত্যুকেও না। বস্তুতঃ, সেবার পথে যতটা অগ্রসর হইবে, আধ্যাত্মিক জ্ঞানলাভের পথেও তোমার অনুরূপ অগ্রগতি অবশ্যম্ভাবী। হে নির্ভীক উদারহৃদয় মঙ্গলকামী যুবকবৃন্দ। বিশ্বকল্যাণের আদর্শটি কার্যে পরিণত করিয়া তোল। সমগ্ৰ মন প্রাণ দিয়া এই কাজে লাগিয়া যাও। নাম, যশ, বা এরূপ কোন তুচ্ছ বস্তুর মোহে ফিরিয়া তাকাইও না। ক্ষুদ্র কাঁচা আমি টাকে একেবারে বিসর্জন দিয়া অগ্রসর হও।
আলস্য বর্জন কর। ইহকাল পরকালের যাবতীয় ভোগ-প্রত্যাশা দূর করিয়া দাও। আগুনে ঝাপাইয়া পড়িয়া জনসাধারণকে ঈশ্বরের দিকে লইয়া যাও। কাজ আরম্ভ করিয়া দিলেই দেখিবে, হৃদয়ে দুর্বার এক শক্তির দুঃসহ বেগ আবির্ভূত হইবে। পরার্থে সামান্য কিছু করিলেও অন্তরের শক্তি জাগ্রত হয়। অপরের বিন্দুমাত্র হিতের জন্য শুধু মনন করিলেও সিংহ পরাক্রমের সঞ্চার হয়। তোমাদিগকে আমি এত ভালবাসি, তবুও আমার ইচ্ছা হয়, তোমরা সকলে পরের জন্য খাটিতে খাটিতে মৃত্যুবরণ কর। তোমাদিগকে ঐরূপ করিতে দেখিলে আমার বরং আনন্দই হইবে। মিথ্যা অপেক্ষা সত্যের ওজন অনন্তগুণ বেশী, সততারও তাহাই। সত্য ও সততায় যদি তোমাদের নিষ্ঠা অচল থাকে, দেখিবে যে উহারাই নৈসর্গিক নিয়মে অগ্রগতির পথ করিয়া লইবে। সাফল্যের পূর্বে শত শত বাধা অতিক্রম করিয়া প্রত্যেকটি কাজ সম্পন্ন করিতে হয়। শীঘ্র হউক বা বিলম্বে হউক, অধ্যবসায়ী ব্যক্তি আলোকের সন্ধান পাইবে। যে-কোন মহৎ উদ্দেশ্যের সফলতার মূলে থাকে অনন্ত সহিষ্ণুতা, একান্ত পবিত্রতা এবং অসীম অধ্যবসায় । শ্রদ্ধা ও দৃঢ়তা লইয়া, শুচিতা, সততা ও সত্যনিষ্ঠা অবলম্বন করিয়া বিশ্বহিত-ব্রতে লাগিয়া থাক। প্রথম হইতেই বড় বড় পরিকল্পনা রচনা করিতে যাইও না। অল্প অল্প করিয়া কাজ শুরু কর, তারপর পরিবেশের আনুকূল্য অনুসারে ধীরে ধীরে অগ্রসর হইবে।
ঈর্ষা ও ক্ষমতাপ্রিয়তা—এই দুইটি মানসিক ব্যাধি হইতে সাবধান। গোড়া হইতে যদি সর্দারি করিতে যাও, কেহই তোমাকে সাহায্য করিতে আসিবে না। কার্যসিদ্ধি করিতে হইলে প্রথমে চাই অহঙ্কারের বলিদান। সহকর্মী ভাইদের পরিচালনা করিতে যাইও না তাহাদের সেবা কর। নেতৃত্বের নেশা অনেক রথীমহারথীকে জীবন-সমুদ্রে ডুবাইয়াছে। অতএব খুব হুঁশিয়ার! কাহাকেও নিয়ন্ত্রণ বা শাসন করিতে, এক কথায়, কাহারও উপর মাতব্বরি করিতে যাইও না। নায়ক হইবার প্রয়াস ছাড়িয়া সকলের সেবক হইয়া যাও। আসলে উত্তম সেবকই শ্রেষ্ঠ নেতা।
প্রত্যেক ব্যক্তির সহিত ব্যবহারে সহিষ্ণুতা চাই। বৃথা বিতর্কে প্রবৃত্ত না হইয়া নানা জনের নানা মত ধীরভাবে শুনিয়া যাও। ধৈর্য, পবিত্রতা ও অধ্যবসায়ের জয় হইবেই। কপট বা ভীরু না হইয়া সকলকে সন্তুষ্ট করিয়া চলিবে। নিষ্কলঙ্ক দৃঢ়তায় নিজের ভাবটি ধরিয়া থাক। তাহা হইলে দেখিবে তোমার পথে যত বাধাই আসুক না কেন, আখেরে জগৎ তোমার কথা শুনিবেই। ছিদ্রান্বেষী সমালোচক না হইয়া তোমার চিন্তাধারা গঠনমূলক হউক। তোমার বাণী শুনাইয়া দাও—যাহা শিখাইবার যোগ্যতা তোমার আছে, তাহা শিখাইয়া দাও। আর কিছু করিতে হইবে না; তারপর সব কিছু ভগবদিচ্ছার ঘটিবে। তোমাদের হৃদয়, তোমাদের আশা-আকাঙ্ক্ষা বিশাল বিশ্বের নত সম্প্রসারিত হউক। গোঁড়া আস্তিকের নিষ্ঠার আতিশয্যের সহিত থাকা চাই জড়বাদীর প্রসারণ ক্ষমতা। অতল সমুদ্রের মত গভীর, অসীম আকাশের মত উদার হৃদয়ের এখন প্রয়োজন।
আমরা দরিদ্র, আমরা নগণ্য; কিন্তু ঐশী ইচ্ছা পূরণের যন্ত্র হইবার সৌভাগ্য যাহাদের হইয়াছে, তাহারা বরাবর এইরূপই হইয়া আসিয়াছে। কাহারও সাহায্যের অপেক্ষায় থাকিও না। অসীম ভগবদিচ্ছার তুলনায় মানুষের সাহায্য করিবার ক্ষমতা কত অকিঞ্চিৎকর। ভগবদ-বিশ্বাসী হইয়া শুচি মনে তাহার উপর সর্বদা নির্ভর করিলে কখনও পথভ্রান্ত হইবে না; কোন কিছুই তোমার গতিরোধ করিতে পারিবে না। প্রার্থনা কর, “হে করুণাঘন জ্যোতিঃস্বরূপ, আমাকে শুভপথে চালিত কর।” দেখিতে পাইবে, তমিস্রা ভেদ করিয়া দিব্য কিরণসম্পাত হইতেছে; আমাদের পথ দেখাইবার জন্য করুণাময়ের মঙ্গল হস্ত প্রসারিত হইতেছে। প্রভুর মহিমা জয়যুক্ত হউক। আগাইয়া চল - প্রভুই আমাদের নায়ক। সম্মুখে অগ্রসর হওকে পড়িয়া গেল, পিছন ফিরিয়া দেখিতে যাইও না। হে ভ্রাতৃবৃন্দ, ঠিক এইভাবেই আমাদিগকে চলিতে হইবে। একজন মরিবে, অপর একজন আসিয়া তাহার কর্মভার গ্রহণ করিবে। হে নিৰ্ভীক হৃদয় সেবকগণ, অনলস ঐকান্তিকতায় এই শুভ কাজ করিয়া যাও। উদ্যম হারাইও না। হাল ছাড়িয়া দিলে চলিবে না। কাজ করিয়া যাও— শ্রীভগবান স্বয়ং ঐ কাজের সহায়। মহাশক্তি তোমাদের কর্ণধার।
-------------------------------------------------------------------
Part- 2C
Current Degradation
Duties Of A Country Servant
Where are you looking for God? The poor, the poor, the weak - are they not gods? Why not worship them first? What is the point of digging a well on the banks of the Ganges? Trust in the omnipotence of love. Do you have human love? If so, then you are Amit Shakti. Are you completely selfless? If so, then you are invincible. Character wins everywhere. God Himself protects His children even in the depths of the ocean. The contribution of valor is needed today in the service of the motherland. Be brave all of you.
Sincere sympathy. How much is the race of intellect or logic? They stopped after advancing some distance. But the source of motivation for great work is in the heart. The passion of human love really makes the impossible possible. Through this, all the secrets of the world are revealed. Therefore, O future reformers and patriots of India, first learn to be compassionate. Is your heart truly burning with compassion for others? Do you realize that millions of descendants of godlike rishis are today reduced to the level of animals - millions of narnaris year after year, dying and dying in want, ignorance and superstition filling the whole land? Does this thought make you restless? Is it coursing through your veins with your blood? Is it always stirring your heart like a heartbeat? Are you mad at this thought? Have you been able to raise your name, wife, son, wealth, and even your body completely in the monotony of the misery of degraded India? If you have such a problem, then you have only entered the first step of patriotism. Look beyond narrow social boundaries and look around the world, others
How is the nation progressing? Do you really love people? Are you really patriotic? But let us vow to establish the greater welfare of the world. Our eyes will be straight ahead; Even looking back at the tears of dearest close relatives will not last. want people Everything else will come together, the only thing missing is people. Want a team of strong, virile, confident, totally honest young men. A hundred such young people in the world
Can cause revolutionary change.
Abandoning the real thing. Without sacrifice no one can serve others wholeheartedly. Only a self-sacrificing person can be self-sacrificing in the service of all. No one can stop the triumph of truth, love and sincerity. Are you a sincere, selfless lover in the face of death? If so, fear nothing, not even death. In fact, as you progress in the path of service, you are bound to make similar progress in the path of spiritual enlightenment. O fearless, generous, benevolent youth. Make the ideal of universal welfare a reality. Go into this work with all your heart and soul. Don't look back at the lure of name, wealth, or any such trifle. Move forward with complete abandonment of the petty raw self.
Avoid laziness. Get rid of all the expectations of the hereafter. Lead the people to God by leaping into the fire. As soon as you start the work, you will see that a powerful force will appear in the heart along with the speed. Even if you do little for altruism, the power of the heart is awakened. Even if you just think for the benefit of others, the strength of the lion is transmitted. I love you so much, yet I wish you all died in bed for the next. I would be more than happy to see you do that. Truth weighs infinitely more than lies, so does honesty. If your devotion to truth and honesty is steadfast, you will see that they will lead the way of progress according to the natural law. Each task has to be completed by overcoming hundreds of obstacles before success. Sooner or later, the persevering will find the light. The success of any noble purpose is based on infinite patience, absolute purity and infinite perseverance. With respect and firmness, by adopting purity, honesty and truthfulness, stick to the universal vow. Don't make big plans from the beginning. Start small, then progress gradually as the environment allows.
Jealousy and power-lust—beware of these two mental disorders. If you start from scratch, no one will come to help you. If you want to achieve success, you first need to sacrifice your pride. Don't lead your fellow brothers serve them. The addiction of leadership has drowned many Rathimaharathi in the sea of life. So be very careful! Do not go to control or rule anyone, in a word, to dominate anyone. Stop trying to be a hero and become a servant of all. In fact, the best servant is the best leader.
We ask for tolerance in use with each individual. Listen slowly to different opinions of different people without engaging in vain debates. Patience, purity and perseverance will win. Will satisfy everyone without being hypocritical or timid. Hold your expression with unblemished firmness. Then you will see that no matter how many obstacles come in your way, the world will listen to you in the end. Let your thinking be constructive rather than a snarky critic. Make your message heard - teach what you are qualified to teach. Nothing else to do; Then everything will happen according to God's will. May your hearts, your hopes and aspirations expand to the great world. A materialist's expansive powers want to be accompanied by the fanaticism's devotion. A heart as deep as the bottomless sea, as generous as the boundless sky is needed now.
we are poor, we are insignificant; But those who are fortunate enough to be the instruments of divine will, have always been so. Don't wait for anyone's help. Man's power to help is insignificant compared to God's infinite will. If you are a believer in God and always rely on Him with a pure heart, you will never go astray; Nothing can stop you. Pray, “O Merciful Light, guide me to the right path.” You will see, divine rays are pouring through Tamisra; A merciful hand of goodness is stretched out to guide us. Glory be to the Lord. Go ahead - the Lord is our hero. Move forward and fall, don't look back. Brethren, this is exactly how we must go. One will die, another will come and take over. O servants of fearless hearts, do this auspicious work with untiring devotion. Don't lose enthusiasm. It will not work if you give up. Do the work - Lord Himself will help you with that work. Great power is your master.