পর্ব- ৩ক
খাঁটি দেশসেবক গড়িয়া তুলিতে হইবে
সামাজিক বা রাজনৈতিক যে-কোন ব্যবস্থার মূলে থাকে ব্যষ্টিমানবের সততা। শাসন-সংসদে কোনও বিশেষ বিধান প্রবর্তন করার উপর কোনও রাষ্ট্রের মহত্ত্ব বা শক্তিমত্তা নির্ভর করে না, উহা সম্পূর্ণ নির্ভর করে সেই রাষ্ট্রের জনগণের কল্যাণকর ও মহৎ চরিত্রের উপর। পৃথিবীর সমস্ত ধনসম্পদের অপেক্ষা খাঁটি মানুষের মূল্য অনেক বেশী।
ইংলও বড় জোর ভারতের স্বাধীনতা অর্জনের প্রচেষ্টায় সাহায্য করিতে পারে। কিন্তু অপর কাহারও ফরমাস অনুযায়ী কোন প্রকার উন্নতির কিছুমাত্র মূল্য আছে বলিয়া আমি মনে করি না। মহত্তম কাজও ক্রীতদাসের পরিশ্রনে সম্পন্ন হইলে হেয় হইয়া পড়ে। বল দেখি, দেশের অভাব-অভিযোগ তোমাদের, না তোমাদের শাসকবর্গের? যদি তোমাদেরই হয়, তাহা হইলে উহা দূর করিবে তাহারা, না তোমরা? ভিক্ষুকের চাহিদা কখনও মিটে না। ধর সরকার তোমাদের যা কিছু প্রয়োজন সবই দিল; কিন্তু ঐ প্রার্থিত বস্তুগুলির সংরক্ষণে সক্ষম লোক কোথায়? তাই, প্রথম মানুষ তৈয়ারী কর।
যখন তোমাদের মধ্যে এমন সব খাঁটি মানুষ উঠিবে, যাহারা দেশের জন্য সর্বস্য ত্যাগ করিতে প্রস্তুত, তখনই ভারত সব দিক দিয়া মহিমান্বিত হইবে। দারিদ্র্য এবং অজ্ঞানের ঘূর্ণাবর্তে নিমজ্জমান লক্ষ লক্ষ দেশবাসীর কল্যাণের জন্য যাবতীয় ভোগবাসনায় জলাঞ্জলি দিয়া শত শত উন্নতহৃদয় নরনারী যখন ব্যাকুল হইয়া প্রাণপণ চেষ্টা করিবে তখনই কেবল ভারতের নব- জাগরণ সম্ভব। ভারতের জনসাধারণের উন্নয়ন—এই একমাত্র রতে যাহারা মনপ্রাণ নিয়োগ করিতে পারিবে, এইরূপ যুবকগণের ভিতর গিয়া কাজ কর। তাহাদিগকে প্রবুদ্ধ ও একতাবদ্ধ করিয়া ত্যাগের আদর্শে অনুপ্রাণিত কর। দেশের সামগ্রিক কল্যাণ এইরূপ যুবশক্তির উপরই সম্পূর্ণ নির্ভর করে। পুতচরিত্রের সাধনায় উদ্দীপিত অটল ভগবদ-বিশ্বাসের বলে বলীয়ান শত সহস্র নরনারীকে এই শুভ কাজে ব্রতী হইতে হইবে। পতিত, নিপীড়িত সর্বহারাদের সমবেদনায় তাহাদিগকে সারাদেশে সিংহবিক্রমে প্রচার করিয়া বেড়াইতে হইবে মুক্তির বাণী, সেবার বাণী, সামাজিক উন্নয়ন ও সাম্যের বাণী।
আজ আমাদের প্রয়োজন একদল তেজস্বী প্রচারক। ভারতে এমন কতকগুলি প্রতিষ্ঠান গড়িবার সঙ্কল্প আমার আছে, যেখান হইতে এদেশের যুবকগণ আমাদের শাস্ত্রোক্ত সত্যগুলি আয়ত্ত করিয়া ভারতের ভিতরে ও বাহিরে ঐগুলি প্রচার করিবার যোগ্যতা অর্জন করিতে পারিবে।
-------------------------------------------------------------------
Part - 3A
True countrymen should be developed
At the core of any social or political system is the integrity of the individual. The greatness or strength of a state does not depend on the introduction of any special provision in the governing-parliament, it depends entirely on the benevolent and noble character of its people. A genuine person is worth more than all the wealth of the world.
English could also greatly help India's efforts to achieve independence. But I don't think anyone else's formula is worth any improvement. Even the greatest work is degraded if it is done by the toil of a slave. Tell me, the country's lack-complaint is yours, or your rulers? If it is yours, then they will remove it, or you? A beggar's needs are never satisfied. Let the government give you everything you need; But where are the people who are able to preserve those desired objects? So, create the first person.
When such honest people arise among you, who are ready to sacrifice everything for the country, then India will be glorious in every way. India's renaissance is only possible when hundreds of good-hearted women, who are drowning in all kinds of luxury, make desperate efforts for the welfare of millions of countrymen who are drowning in the cycle of poverty and ignorance. India's people's development - this is the only night that can recruit the heart, go inside and work with such youth. Enlighten and unite them and inspire them in the ideal of sacrifice. The overall welfare of the country depends entirely on such youth. Hundreds of thousands of Narnaris will have to take vows in this auspicious work because of the unwavering faith in God inspired by the pursuit of character. Out of compassion for the downtrodden and oppressed proletarians, they should spread the message of liberation, service, social development and equality across the country.
Today we need a group of bright preachers. I have a plan to establish some institutions in India, from where the youth of this country can master our scriptural truths and become qualified to propagate them inside and outside India.