Education Is The Solution (Part 9) #Duties & Values



পর্ব - ৯
কর্তব্য ও মূল্যবোধ

মানবিক বা সামাজিক মূল্যবোধ মানুষের মন থেকে আসে। মানুষের মন থেকে সামাজিক মূল্য সমাজে প্রতিষ্ঠা পেতে পারে আমাদের কর্তব্যের বোধ থেকে। আমাদের প্রথম কর্তব্য অপরের জন্য চিন্তা করা। অপরের প্রয়োজন, অপরের সুখ, অপরের কোন বিঘ্নের নিবারণ। এগুলো হচ্ছে মন্ত কর্তব্য। এই কর্তব থেকে বিভিন্ন বিষয়ের মূল্যবোধ আমাদের মধ্যে জাগ্রত হয় এবং এগুলো শিক্ষার বিশেষ প্রয়োজন। এগুলো থেকেই আমাদের চরিত্র গড়ে ওঠে। এগুলো থেকেই আমরা সমাজ-সচেতন হই। আমরা সমাজ সচেতন না হলে কার কাছে অধিকার আদায় করব ? আমরা অধিকার আদায় করবো যে সমাজের কাছ থেকে, সে সমাজের যদি মূলধন না থাকে, সে অধিকারটা কোথা থেকে আদায় করব ? কিন্তু সামাজিক মূলধন শুধু অর্থের দ্বারাই সৃষ্ট হয় না। ভাব- জগতের মূলধন সমাজ-জীবনের জন্য অপরিহার্য। মূল্যবোধের মূলধন যদি সমাজে না থাকে তাহলে অধিকারটা কোথা থেকে আদায় করব ? তবিল নেই টাকা কোথায় পাব ? সমাজে যদি মূল্যবোধ প্রতিষ্ঠিত না থাকে, যদি সুযোগ-সুবিধে না থাকে, যদি সমাজে পরস্পরের প্রতি সহানুভূতি, পরস্পরের মঙ্গলের জন্য কর্তব্যবোধ না থাকে, তবে আমার অধিকারটা মেটাবে কে ? যে মেটাবে সে তো আমিই। এই অর্থে অধিকার মেটাবে সমাজ, কি আমি তো সমাজের অংশ। সমাজ অধিকারগুলো দেবে কোথা থেকে ? সমাজ তা পাবে কোথায় ? আমি তো সমাজের অংশ। আমার যেটুকু কর্তব্য তা আমি যদি না করি তো সমাজ কো থেকে আমার অধিকারগুলো মেটাবে? এটা সম্ভব নয়।

একটা দুধের পুকুর হবে এরকম প্রস্তাব করে সকলেই যদি ভাবে, আর সবাই তো দুধ দিচ্ছে আমি একটু জল দিলে কি ক্ষতি হবে, তাহলে কিন্তু সেটা দুধ-পুকুর হয় না, জলের পুকুর হয়। দুধ পুকুর করবার প্রকল্প নিয়ে যদি সকলেই জল ঢালি তাহলে দুধটা সেখান থেকে পাব কি ? পাব না। প্রত্যেকের যেটা কর্তব্য, প্রত্যেককেই সেটা সম্পাদন করতে হবে। তবেই পরে আমাদের কিছু অধিকার জন্মাতে পারে, অর্থাৎ আমি যদি কিছু দিয়ে থাকি তবে প্রয়োজনে আমি কিছু পেতেও পারি। সেই অধিকার যে পাব তার জন্যে আমার যে কর্তব্য, পুকুরে একপাত্র দুধ দেওয়ার কথা ছিল, সেটা আমাকে করতে হবে। আমার কর্তব্য না করে কখনই আমি অধিকার আদায় করতে পারি না। কারণ, তা হতে পারে না। এ জিনিসটা শেখা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের চরিত্রের মধ্যে এই কর্তব্যবোধ না থাকলে আমাদের চরিত্রই হল না। আমাদের কর্তব্য সম্বন্ধেও যথেষ্ট সচেতন হতে হবে। আমাদের সমাজ, জাতির প্রতি আমাদের দায়িত্ব আছে সেটা ভুললে চলবে না এবং চরিত্র গঠন কিন্তু সেই জন্যেই করতে হবে। কারণ, আমাদের সমাজ বা জাতি কাদের নিয়ে ? আমাদের নিয়ে। আমাদের প্রত্যেককে নিয়েই আমাদের জাতি, আমাদের সমাজ। আমাদের সমাজকে যদি ভাল করা আমাদের লক্ষ্য হয়, আমাদের জাতিকে গড়ে তোলা, বড় করে তোলা যদি আমাদের দায়িত্ব হয়, তাহলে প্রত্যেককে আমাদের নিজেদের ভাল হতে হবে, তৈরী হতে হবে, যথার্থ শিক্ষিত হতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে, চরিত্রবান হতে হবে। এই সোজা কথাটা বুঝতে হবে। এইটে আমাদের দেশের জন্য করা প্রয়োজন।


-------------------------------------------------------------------


Part - 9

Duties & Values

Human or social values come from the human mind. From the human mind, social value can be established in society from our sense of duty. Our first duty is to think for others. Needs of others, happiness of others, prevention of any disturbance of others. These are the vows. This duty inculcates in us the values of various subjects and these are the special needs of education. From these our character is formed. From these we become socially conscious. If we are not aware of the society, from whom will we collect the rights? We will collect the right from the society, if that society does not have the capital, where will we collect the right from? But social capital is not just about money. Intellectual capital is essential for social life. If the capital of values is not in the society, then where can I get the right? Where can I get the money? If values are not established in the society, if there are no opportunities, if there is no sympathy for each other in the society, sense of duty for each other's well-being, then who will fulfill my rights? I am the one who will meet. In this sense, the society will meet the rights, am I part of the society? From where will society give rights? Where will society get it? I am part of society. If I do not do my duty, where will the society meet my rights? It is not possible.

If everyone thinks that there will be a pond of milk, and everyone is giving milk, what will be the harm if I give a little water, then it is not a pond of milk, but a pond of water. If everyone pours water on the project of making a milk pond, will I get the milk from there? won't get Everyone's duty, everyone must perform. Only then can we have some rights, that is, if I give something, I can also get something if necessary. In order to get that right, I have to do the duty that I was supposed to give a pot of milk to the pond. I can never claim my rights without doing my duty. Because it can't be. It is very necessary for us to learn this thing. Without this sense of duty in our character, we have no character. We should also be aware enough about our duties. We should not forget that we have responsibility towards our society, nation and character building should be done for that. Because, who is our society or nation? about us Our nation, our society is about each of us. If our goal is to make our society better, if it is our responsibility to make our nation bigger, then each of us should be good ourselves, should be prepared, should be properly educated, should be a human being, should be a character. This simple thing must be understood. This is what we need to do for our country.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post