পর্ব - ৮
অধিকার এবং কর্তব্য
আমরা অধিকারের জন্য অনেক সময়েই চীৎকার করে থাকি। কিন্তু কর্তব্যের সম্বন্ধে কখনই চীৎকার করি না। কিন্তু কর্তব্য সম্বন্ধে যদি আমরা সচেতন না হই, অধিকার কখন পেতেই পারি না। এটা বোঝা উচিত। আমরা ঠিক ঠিক কর্তব্য করলে তবেই আমাদের ন্যায্য অধিকার ঠিক ঠিক লাভ করতে পারবো। তা না হলে কখনই পারব না, শুধু যদি আমরা আমাদের অধিকারের কথাই বলে যাই। অধিকার কি থেকে জন্মায় ? অধিকার আমাদের কর্তব্য থেকেই জন্মায়। আমরা কর্তব্য সম্পাদন না করলে আমাদের অধিকারই থাকবে না। কিসের ওপর অধিকার বর্তাবে ? আমরা কর্তব্য পালন করলে যে সমস্ত জিনিস উৎপন্ন হবে, তৈরী হবে, সেগুলো ব্যাবহারিক। বাইরের যেমন দ্রব্য সামগ্রী ইত্যাদি আছে তেমন মনোজগতেরও আছে। মনোজগতেরও যে কর্তব্য আমাদের আছে, যে নীতি, যে সৎ চিন্তা, যে সৎ উপায়, যে সকলের চিন্তা, সকলের কল্যাণের চিন্তা, সকলের ভাল হওয়ার পরিপ্রেক্ষিতে যে চিন্তা, সেই চিন্তা করলে মূল্যবোধ ( values ) -এর সৃষ্টি হয়, যার সামাজিক মূল্য, মানবিক মূল্য আছে ।
----------------------------------------------------------------------------------
Part- 8
Rights & Duties
We often cry out for rights. But never shout about duty. But if we are not aware of duties, we can never get rights. It should be understood. We can get our rightful rights only if we do our duties properly. Otherwise we never can, only if we speak up for our rights. Rights are born from what? Rights arise from our duties. If we do not perform our duties, we have no rights. What will be the right? If we perform our duty, all the things that will be produced, will be made, they are practical. Just as there are external things, there is also the mental world. The duty we have in the mental world, the norms, the principles, the righteous thoughts, the righteous ways, the thoughts of all, the thoughts of the welfare of all, the thoughts in terms of the well-being of all, if you think about that, values are created, the social value of which, There is a human value.