পর্ব - ১০
সমাজে ভাবনা
সকলকেই এই চিন্তায় ভাবিত হতে হবে। সকলে যদি এই চিন্তা না করে, আর তার যেটুকু দেবার, তার যেটুকু কর্তব্য, সে যদি সেটা সম্পাদন না করে তা হলে এটা তো হতে পারে না। কি করে হতে পারে এত বড় জিনিসটা ? কারোর একার চেষ্টায় তো হবে না। লক্ষ্যটা হল, উদ্দেশ্যটা হল দেশের ভাল, জাতির ভাল, সমাজের ভাল আমাদের জাতির মঙ্গল, কল্যাণ। আমরা - অনেকেই ছুটে বেড়িয়ে যেতে চাই দেশের কল্যাণ করতে। কিন্তু ভাবি না, কোথায় যাচ্ছি? কার কল্যাণ করছি ? কি ভাবে কল্যাণ করছি ? হয়ত নিরন্নকে অন্ন দিচ্ছি, বস্ত্রহীনকে বস্ত্র দিচ্ছি, বন্যায় বা অন্য কিছুতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিভিন্ন রকম সাহায্য দিচ্ছি, রোগীকে ঔষধ দিচ্ছি, অশিক্ষিতকে কিছু শিক্ষা দেবার চেষ্টা করছি, যে গৃহহীন হয়ে পড়েছে, তাকে বাড়ী তৈরী করে দেবার চেষ্টা করছি। খুব ভাল। কিন্তু এটা হচ্ছে প্রাথমিক। একটু নীচু স্তরের। এর থেকে আরও বড় সাহায্যের প্রয়োজন আছে। এর চেয়ে বড় সাহায্য হল মানুষকে ভাব দেওয়া। ভাবে যারা দরিদ্র তাদের ভাবসমৃদ্ধ করে তোলা, মানুষকে সৎ চিন্তায় সমৃদ্ধ করে তোলা। এটা খুব প্রয়োজন। যেমন, যে মানুষ পেটে খেতে পায় না, বুদ্ধি নেই, বিদ্যা নেই, জ্ঞানের আলো যাদের মধ্যে নেই, তাদের সেগুলো দেওয়া খুব ভাল কাজ। কিন্তু তার চেয়েও বড় কাজ হচ্ছে তাদের সদ্বুদ্ধি দেওয়া। এবং তারও ওপরে আছে। আমরা ততদূর যাচ্ছি না, সেটা আরও একটু শক্ত। সেটা হচ্ছে আত্মিক দিক থেকে তাদের উন্নত করা। ধর্মবোধে তাদের উন্নত করা ।
-------------------------------------------------------------------
Part - 10
The Thinking Of Society
All should be concerned with this teaching. If everyone doesn't think about this, and if he doesn't fulfill what he has to give, what he has to do, it can't happen. How can it be such a big thing? It will not happen by anyone's efforts alone. The goal is, the purpose is the good of the country, the good of the nation, the good of the society, the welfare of our nation. Many of us want to go out for the welfare of the country. But do not think, where are you going? Whose welfare? How are you doing well? Maybe giving food to the destitute, giving clothes to the homeless, giving various help to those who have been affected by floods or anything else, giving medicine to the sick, trying to give some education to the uneducated, trying to build a house for the one who has become homeless. very good But this is elementary. A little low level. Greater help is needed. A greater help is to give people ideas. To enrich those who are poor in thought, to make people rich in righteous thoughts. It is very necessary. For example, it is a very good thing to give them to people who cannot eat, who do not have intelligence, who do not have knowledge, who do not have the light of knowledge. But a greater task is to give them good sense. And above that too. We're not going that far, that's a little harder. That is to improve them spiritually. To improve them religiously.