Education Is The Solution (Part 12) #Education & Spirituality


পর্ব - ১২

শিক্ষা ও আধ্যাত্মিকতা 

কিন্তু সেই দৃষ্টি যদি আমরা লাভ করি বা পাই তাহলে আমাদের মানুষের মধ্যে যে আন্তর ঐক্য আছে, যে একটা সূত্রে আমরা প্রথিত পরস্পরের সঙ্গে, সেই সূত্রটাকে আমরা আবিষ্কার করতে পারব। সেইজন্যে ওই আধ্যাত্মিক দৃষ্টিতে উন্নত হওয়া আমাদের অত্যন্ত প্রয়োজন। এই দৃষ্টিলাতও প্রকৃত শিক্ষার অন্তর্গত। এ শিক্ষা যদি আমরা না পাই তা হলে আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে গেল। সেজন্যই যথার্থ ধর্ম বা আধ্যাত্মিকতা আর শিক্ষা খুব ভিন্ন জিনিস নয়। শিক্ষা ব্যাপক অর্থে যেখানে আছে। সেখানে আধ্যাত্মিকতাও অন্তর্ভুক্ত। তার নীচে হচ্ছে আমাদের সৎভাব, সৎচিন্তা, সদ্‌বুদ্ধির প্রয়োজনীয়তা। সদ্‌বুদ্ধি আর এই আধ্যাত্মিক ঐক্যবোধ কার্যকর হবে কিন্তু মানুষের দেহযন্ত্র দিয়ে। সেই জন্যে সেই দেহ-যন্ত্রটাকে সুন্দর, সবল, কার্যকর রাখার প্রয়োজন আছে। তাকে গড়ে তোলার প্রয়োজন আছে। তাই যখন আমরা চরিত্রগঠনের চেষ্টা করব, তখন সেই চরিত্রগঠনের অঙ্গীভূত হবে আমাদের দেহটাকে সুস্থ সবল রাখা। সুস্থ সবল দেহের মধ্যে একটি সুস্থ সবল মনের অধিকারী আমাদের হতে হবে। সে মন এবং দেহ চালিত হবে আমাদের আধ্যাত্মিক ঐক্যবোধের দ্বার এইটে যখন আমরা সমানভাবে করতে পারব তখন আমা আমাদের শিক্ষিত বলতে পারব, তখন বলতে পারব আমাদের চরিত্র গঠিত হয়েছে, সুগঠিত, সুসংহত চরিত্র আমরা পেয়েছি। তখন আমরা বুঝব আমাদের অধিকার কোথায়, তখন আমরা সকলে সচেতন হব আমাদের কর্তব্য সম্বন্ধে, তখন আমরা আমাদের সমাজ ও জাতির যথার্থ কল্যাণ বুঝতে পারব, এবং সুষম ও সুন্দরভাবে আমাদের দেহ, মন, আধ্যাত্মিক বা আত্মিক দৃষ্টিভঙ্গী আমাদের সম্পদ বলতে যা কিছু আছে, সেগুলির সনুপযোগ করতে পারব সার্বিক কল্যাণের জন্য। আমাদের নিজস্ব সম্পন বলতে এইটুকুই আছে আমাদের দেহ আছে, মন আছে, আমাদের একটা আত্মা আছে। কিন্তু সেই দেহ, মন আর আত্মার সুষমভাবে আমরা যদি শ্রীবৃদ্ধি না করতে পারি, তাদের মধ্যে যে নিহিত শক্তি আছে, সেগুলোকে যদি উপযুক্তভাবে ফুটিয়ে তুলতে না পারি, সেগুলির সুপ্ত শক্তিকে যদি জাগিয়ে তুলতে না পারি, আমাদের কথায়, চিন্তায় আর কাজে তাদের যদি প্রকাশ উপযুক্তভাবে আমরা সাধিত না করতে পারি, তাহলে আমরা যথার্থ শিক্ষিত হতে পারলাম না। আর এ রকম যদি করতে পারি তা হলে আমাদের এই দেহ, মন আর আত্মার ব্যবহারের দ্বারা আমরা আমাদের সমাজের, জাতির তথা সমগ্র মানব-জাতির কল্যাণে আমাদের যে একমাত্র সম্পদ আমাদের এই দেহ, মন, আত্মা- - সমর্পণ করতে পারব। আমাদের এই দেহ, মন ও আত্মার সুধম বিকশিত সমাহারকে এ জগতে মানবজাতির সেবার সম্পূর্ণ উৎসর্গ করতে পারা, সমর্পণ করতে পারাটাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র সার্থকতা। মনুষ্য-জীবনের এই সামগ্রিক সার্থকতার পথে যা আমাদের চালিত করে নিয়ে যায়, তাই হচ্ছে আমাদের যথার্থ শিক্ষা। এই শিক্ষাই আমাদের চরিত্র গড়ে তোলে।


-------------------------------------------------------------------


Part - 12

Education & Spirituality

But if we gain or get that vision, then we will be able to discover the inner unity that exists in our people, the formula that we are used to with each other. That is why we need to improve in that spiritual vision. This vision also belongs to real education. If we do not get this education then our education remains incomplete. That is why true religion or spirituality and education are not very different things. Education in the broadest sense is where it's at. There is also spirituality involved. Underneath that is our need for honesty, good thinking, good intelligence. Good sense and this spiritual unity will work but with the human body. For that, it is necessary to keep the body-machine beautiful, strong and effective. He needs to be developed. So when we try to build character, that character building will involve keeping our body healthy. We must have a healthy mind in a healthy body. That mind and body will be driven by our spiritual unity. When we can do it equally, then I can say that we are educated, then we can say that our character is formed, we have got well-formed, well-rounded character. Then we will understand where our rights lie, then we will all be aware of our duties, then we will understand the true welfare of our society and nation, and in a balanced and beautiful way, we will use whatever assets we have in our body, mind, spiritual or spiritual outlook. I can for the overall welfare. We have a body, a mind, we have a soul. But if we cannot grow that body, mind and soul in a balanced way, if we cannot bring out the hidden energy in them, if we cannot awaken their latent energy, if we do not express them properly in our words, thoughts and actions. If we can't achieve it, then we couldn't be properly educated. And if we can do this, then by the use of our body, mind and soul, we will be able to surrender our only wealth, our body, mind and soul, for the welfare of our society, nation and the entire human race. To be able to fully dedicate this well-developed body, mind and soul to the service of mankind in this world is the only meaning of human life. It is our right education that leads us on this path to the overall fulfillment of human life. This education builds our character.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post