পর্ব -১৩
চরিত্র কী ?
পূর্বে আলোচিত বিষয়গুলি মোটামুটি বুঝলাম। কিন্তু কোথায় কাজ শুরু করব ? এবং কিভাবে কাজ করব ? জগতের কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ, আমাদের চরিত্র গঠন, আমাদের কর্তব্যবোধ, আমাদের অধিকার কোথায় আছে, কেমনভাবে পাওয়া যায়, কর্তব্য না করলে অধিকার পাওয়া যায় না, চরিত্র গঠন করার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, শিক্ষা কাকে বলে আমরা না হয় বুঝলাম। কিন্তু কি করে করব ?
কি করে করব বুঝতে গেলে আমাদের আর একটু ভেতরে যাওয়া প্রয়োজন, চরিত্র কাকে বলে জানা প্রয়োজন। খুব সংক্ষেপে, চরিত্র প্রকাশিত হয় আমাদের চিন্তায় কথায়, কাজে। যে কোন ব্যক্তির চিন্তা, কথা এবং কাজ দেখে আমরা তার চরিত্র সম্বন্ধে কিছু ধারণা করতে পারি। আমাদের চরিত্র হচ্ছে আমাদের ব্যবহারের সমগ্রতা। এবং ব্যবহার করবার যে বিশেষ ভঙ্গিটি এক একজনের আছে সেটিই হচ্ছে তার ব্যক্তিত্ব বা চরিত্র। আমাদের এই চরিত্রের প্রতিফলন হয় আমাদের চিন্তায়, কথায় এবং কাজে। এই চরিত্র গড়ে ওঠে আমাদের অভ্যাসের মধ্যে দিয়ে। কাজেই আমাদের অভ্যাসগুলোকে আমরা যদি ভাল করতে চেষ্টা করি তাহলেই আমাদের ব্যক্তিত্ব এবং চরিত্র ভালভাবে তৈরী হবে। এবং ভাল ব্যক্তিত্ব, ভাল চরিত্রই আমাদের জাতির প্রতি, সমাজের প্রতি কর্তব্য সম্বন্ধে সচেতন করবে। আর আমরা পুরো সার্থকতা নিয়ে এগিয়ে যেতে পারব। তাহলে হাতে-নাতে কাজ আরম্ভ করতে পারি আমরা আমাদের ভাল অভ্যাস করার মধ্য দিয়ে।
ভাল অভ্যাস কি করে হয় ? প্রশ্ন হতে পারে, ভাল অভ্যাস হলেই ভাল চরিত্র হবে কেন ? চরিত্র কাকে বলছি আমরা ? বুঝতে পারছি কাকে চরিত্র বলে। চরিত্র অনুসারেই তো আমরা ব্যবহার করি। আমাদের ব্যবহার দেখে আমাদের চরিত্র বোঝা যায়। একজন একটা কোন অবস্থায় যে ভাবে প্রতিক্রিয়া করে তার চিন্তায়, তার কথায়, তার কাজে, তাই দিয়ে লোকটির চরিত্র কেমন তা বুঝতে পারা যায়।
একটা উদাহরণ । এক জায়গায় একটা মূল্যবান জিনিস রইল, কেউ কোথাও নেই। সেখানে একটি লোক এলে সেই জিনিসটা নিয়ে সে যা করবে সেটা দেখে তার চরিত্র বোঝা যাবে। কেউ চেষ্টা করবে লুকিয়ে সেখান থেকে পালিয়ে সেটাকে নিজের করে নিতে ; কেউ চেষ্টা করবে জিনিসটা যার হারিয়েছে তাকে খুঁজে বার করতে - এই দুরকম পরস্পর বিরোধী একটা একটা কাজ। এক এক জনের ব্যবহার, আচার, আচরণ তার চরিত্রের পরিচয় দেবে। আচ্ছা, একজন দুটোর এক এক রকমটা করবে কেন ? একজন সেটা আত্মসাৎ করবার চেষ্টাও করতে পারে আর যে হারিয়েছে তাকে ফিরিয়ে দেবার চেষ্টাও করতে পারে, তার জন্যে নিজের কাজ ফেলে হয়ত সময় নষ্ট করবে। এ রকমটা করবে কেন ? করবে এই জন্যে যে, যেমন স্বভাব বা যেমন অভ্যাস আগে করে রেখেছে সেই অনুসারে তারা উভয়েই কাজ করবে। সেটিই নির্ধারণ করবে কোন ব্যক্তিটি এখন কি রকম করবে না করবে। একজন যেটা নীতি সমর্থিত মনে হবে সেটিই করবে। কিন্তু কেন নীতি- সমর্থিত জিনিস করবে ? নীতি সমর্থিত জিনিস করবে তখনই যখন সে অভ্যাস করেছে নীতিকে মেনে চলা। নীতিসমর্থিত কাজ করবার অভ্যাস যদি তার না থাকে তা হলে সে সেই মুহূর্তে দুটো জিনিসের দ্বারা তাড়িত হতে পারে, মানসিক দিক থেকে।
একটা হতে পারে, তার লোভ তাকে বলতে পারে, “তুমি এটা আত্মসাৎ কর। আত্মসাৎ করার তুমি একটা সুযোগ পেয়েছ, এই সুযোগে এটি আত্মসাৎ কর।” লোভ বৃত্তিটি যদি প্রবল থাকে তার মধ্যে তা হলে সে সেরকম করবে। আর তার যদি অভ্যাস হয়ে থাকে, একজন হারিয়েছে, এটা তার পাওয়া উচিত ; পরের কল্যাণ, পরের ভাল করবার যদি তার অভ্যাস হয়ে থেকে থাকে, তার যদি অভ্যাস থেকে থাকে, আমি সত্য থেকে, নীতি থেে কখনও বিচলিত হব না- এটা যদি সে অভ্যেস করে রেখে থাকে, তাহলে তখনকার তার বিচার তাকে বলবে যে, “লোভ একটু উকি দিচ্ছে বটে, ওটায় আমার অভ্যেস নেই, প্রবৃত্তি নেই। আমার প্রবৃত্তি বা অভ্যাস হচ্ছে, নীতি সমর্থিত যা তাই করা। কারণ, আমি সঙ্কল্প করে অভ্যাস করেছি যে, নীতিবিগর্হিত কাজ কখনও করব না।” কাজেই দুরকম অভ্যাসের সম্ভাবনা তার নেই। তার বিচার তাকে নীতির দিকে নিয়ে যাবে এবং সে তার জিনিসটি তাকে ফেরৎ দেবার চেষ্টা করবে। তা হলে দেখছি, আমাদের যে চরিত্রের প্রতিফলন আমাদের আচরণের মধ্যে, সেটা নির্ধারিত হচ্ছে আমাদের অভ্যাসের দ্বারা।
-------------------------------------------------------------------
Part-13
What Is Character?
I understood previous discussion roughly. But where to start work? And how to work? The welfare of the world, the welfare of the country, the welfare of the nation, our character formation, our sense of duty, where are our rights, how can we get them, if we don't have duties, we don't get rights, the need to build character, the need for education, what is education, we don't understand. But what to do?
To understand what to do, we need to go a little deeper, we need to know who the character is. In short, character is expressed in our thoughts, words, and actions. By looking at the thoughts, words and actions of any person we can get some idea about his character. Our character is the totality of our behavior. And the particular posture one has to use is one's personality or character. Our character is reflected in our thoughts, words and actions. This character is developed through our habits. So if we try to improve our habits then our personality and character will be well formed. And good personality, good character will make us aware of our duty to nation, society. And we can move forward with full efficiency. Then we can start working hand-in-hand by making our good habits.
What are good habits? The question may be, why is good character only good habits? Who are we talking about? I understand what character is called. We use according to character. Our behavior reveals our character. The way a person reacts to a situation in his thoughts, his words, his actions, that's how a person's character can be understood.
An example. A precious thing is left in one place, no one is anywhere. When a man comes there, what he does with that thing will tell his character. Someone will try to sneak away from there and make it his own; One will try to find the person who lost the object - these two contradictory tasks. A person's habits, manners, behavior will show his character. Well, why would one do one of the two? One may try to imbibe it and try to get back the one who has lost it, perhaps wasting one's own work for it. Why do this? will do so that both of them will act according to their nature or their habits. That will determine what a person will or will not do now. One will do what the principle seems to support. But why do policy-supported things? He will do the things supported by the principle only when he is in the habit of obeying the principle. If he is not in the habit of acting ethically, he may be haunted by two things at that moment, psychologically.
One may, his greed may say to him, “You absorb it. You've got an opportunity to seize, seize it.” He will do so if the inclination of greed is strong in him. And if he has a habit, one lost, it should be found by him; If the next good, the next good, is his habit, if he has the habit, I will never deviate from the truth, from the principle - if he has practiced it, then his judgment will tell him that, "Greed is a little wicky." Giving, I have no habit, no instinct. My instinct or habit is to do what the principle supports. Because, I have resolved and practiced never to do unethical work.” So he has no possibility of double habit. His judgment will lead him to the principle and he will try to return his thing to her. So I see, the reflection of our character in our behavior is determined by our habits.