Education Is The Solution( Part 16) #Character Definition & Prediction


পর্ব - ১৬

চরিত্রের সংজ্ঞা ও ভবিতব্য

সেজন্যে আমরা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে দেখতে পাই, যে কাজ আমরা করি, সে কাজ আবার করবার প্রবৃত্তি কেন আসে এবং সেটা যদি বার বার করে যাই তা হলে এই যে দাগ মনের মধ্যে আমার চিন্তার, আমার কথার আমার কাজের সেটা কেন গভীর হয়ে যাবে। সেটিকেই আমরা বলি অভ্যাস। সেটা গভীরতর হলে তা হয় আমাদের প্রবণতা এবং সেই রকম নানান রকমের প্রবণতার সমাহারই হল আমাদের চরিত্র ।

তা হলে আমরা এই বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্যে দিয়ে দেখতে পাই যে, আমাদের চরিত্র আমরা ইচ্ছানুরূপ করতে পারি। আমাদের চরিত্র আমাদের জন্মগত নয়। আমাদের চরিত্র বিধাতা আমাদের কপালে লিখে দেন না, আমরাই আমাদের ভবিতব্যের স্রষ্টা। কারণ, আমাদের চরিত্রই আমাদের ভবিতব্যকে গড়ে তুলবে। চিন্তা আমাদের কাজে প্রবৃত্ত করবে, আমাদের কর্ম আমাদের অভ্যাসে পরিণত হবে। অভ্যাস পরিপক্ক হয়ে আমাদের প্রবণতা আসবে। প্রবণতার সমাহার হবে আমাদের চরিত্র। চরিত্রের অনুবর্তী হয়ে ক্রমাগত আমরা সারাজীবন কাজ করতে করতে আমাদের ভাগ্য, ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলব। কাজেই এটা যখন জানলাম তখন আমার দায়িত্ব খুব বেড়ে গেল। কারণ আমার ভবিষ্যতের জন্যে আমি ছাড়া আর কেউ দায়ী নয়। কাজেই অল্প বয়স থেকে আমার চিন্তা, আমার ব্যবহার, আমার বাক্য, আমার কর্মকে সংযত, শাসিত, চালিত করব। সাবধান হব, চিন্তা করে এগুলোকে ভাল দিকে নিয়ে গিয়ে একটা ভাল চরিত্র গড়ে তুলব। কারণ যদি তা না করি আমার ভবিষ্যৎ খারাপ হবে। যেমন আমার চরিত্র, আমার ভবিষ্যৎ, সেই রকম প্রত্যেক 'আমি' সমাজে রয়েছে, যাদের নিয়ে সমস্ত সমাজ। তা হলে সমাজের ভবিষ্যৎ এই ব্যক্তিগুলোর ভবিষ্যতের ওপর নির্ভর করছে। সমাজের ভাল যদি করতে হয় তা হলে প্রত্যেকটি ব্যক্তির ভবিষ্যৎ ভাল করবার জন্য প্রয়োজনীয় চরিত্র প্রত্যেকের গড়ে তুলতে হবে। সেই জন্যে সামাজিক বিপ্লব যদি সত্যি আনতে হয়, সমস্ত সমাজের আমূল পরিবর্তন, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন- সেই আমূল পরিবর্তনের নামই বিপ্লব - সেই আমূল পরিবর্তন যদি সমাজে আনতে হয় তা হলে প্রত্যেকটি ব্যক্তির চরিত্র সম্বন্ধে সচেতন, সাবধান হতে হবে এবং প্রযত্ন নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে যেতে হবে, অক্লান্তভাবে ক্রমাগত চালিয়ে যেতে হবে। সংকল্পে স্থির থাকতে হবে। যুক্তিতে প্রতিষ্ঠিত থাকতে হবে যে, এ ছাড়া উপায় নেই।

এখন অন্তত এটুকু আমরা বুঝতে পেরেছি যে, চরিত্র কাকে বলে, চরিত্র কিভাবে তৈরী করা যেতে পারে, চরিত্রের দোষত্রুটি কি ভাবে কমানো যেতে পারে এবং আমাদের চরিত্র তৈরী করার ওপরে আমাদের ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ কতখানি নির্ভর করছে এবং কেমন ভাবে আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ এবং চরিত্রের ওপর আমাদের সমাজের চরিত্র এবং ভবিষ্যৎ নির্ভর করছে। যদি সমাজ ও জাতির প্রতি আমাদের বিন্দুমাত্র কর্তব্যবোধ থেকে থাকে, তা হলে আমরা চরিত্র গঠনের জন্য প্রযত্ন করব এবং তার উপায় আরও ভাল করে জেনে নেবার চেষ্টা করব। এই শিক্ষাই যথার্থ শিক্ষা যা সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম।

-------------------------------------------------------------------

Part - 16

Character Definition & Prediction

That's why we can scientifically analyze the work we do, why the tendency to do it again comes and if we do it again and again, then why this scar in the mind of my thoughts, my words and my actions will deepen. That is what we call habit. If it is deeper, it is our tendency and the combination of such various tendencies is our character.

Then we see through this scientific analysis that we can make our character as we wish. Our character is not our birth. Our character is not written by God on our forehead, we are the creator of our destiny. Because our character will shape our destiny. Thoughts will drive us to action, our actions will become our habits. Our inclinations will come as habits mature. A collection of tendencies will be our character. We will build our own destiny, future by working continuously in accordance with the character. So when I came to know this, my responsibility increased a lot. Because no one is responsible for my future but me. Therefore, from a young age, I will control, govern, control my thoughts, my behavior, my words, my actions. I will be careful, I will take them in a good direction and develop a good character. Because if I don't, my future will be bad. As is my character, my future, so is every 'I' in society, with whom all society is concerned. Then the future of the society depends on the future of these people. If society is to do good, then every individual must develop the necessary character to do good in the future. Therefore, if a social revolution is to be brought about, a radical change in all societies, as Swami Vivekananda called it - that radical change is called a revolution - if that radical change is to be brought about in society, one must be aware of the character of each individual, be careful and continue the effort unceasingly. , must continue tirelessly. Be firm in your determination. It must be established in logic that there is no other way.

Now at least we understand what character is, how character can be built, how character defects can be reduced and how much the future of our personal lives depends on our character building and how the future of each of us and the character of our society depends on it. Character and future depend on it. If we have any sense of duty towards society and nation, we will strive to build character and learn its ways better. This education is the right education which can solve all problems.

RJKB

RJKB stands for Raja Jnana Karma Bhakti. In this blogger site, you will get many more life building thoughts which will increase your Spiritual Power. So join this blog & start your Spiritual Journey. আর জে কে বি মানে রাজ জ্ঞান কর্ম ভক্তি। এই ব্লগার সাইটে, আপনি আরও অনেক জীবন গঠনের চিন্তা পাবেন যা আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। সুতরাং এই ব্লগে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করুন।

Post a Comment

Previous Post Next Post